আইল্যাশ ঘন করার সাত ঘরোয়া উপায়

চোখের জাদুতে মাত করতে কে না চায়? চোখ সুন্দর হলে আর কী ই বা দরকার? সুন্দর চোখের কদর সবখানে, সব সময়। তবে চোখ ডাগর হোক বা পটল চেরা, চোখের আসল সৌন্দর্য বাড়ায় চোখের পাতা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৫ ১৪:৪৯
Share:

চোখের জাদুতে মাত করতে কে না চায়? চোখ সুন্দর হলে আর কী ই বা দরকার? সুন্দর চোখের কদর সবখানে, সব সময়। তবে চোখ ডাগর হোক বা পটল চেরা, চোখের আসল সৌন্দর্য বাড়ায় চোখের পাতা। জেনে নিন চোখের পাতা ঘন করার কিছু ঘরোয়া উপায়।

Advertisement

১। ন্যাচারাল অয়েল- অলিভ অয়েল ও ক্যাস্টর অয়েল এক সঙ্গে মিশিয়ে চোখের পাতায় লাগান।

২। ভেসলিন- চোখের পতায় ভেসলিন লাগিয়ে রাখুন।

Advertisement

৩। ভিটামিন ই- একটা ভিটামিন ই ক্যাপসুল ভেঙে চোখের পাতায় লাগান। আলতো করে ব্রাশ করুন।

৪। গ্রিন টি- গরম জলে গ্রিন টি-র পাতা ভিজিয়ে চোখের পাতায় লাগান।

৫। অ্যালয় ভেরা- রাতে ঘুমোত যাওয়ার আগে চোখের পাতায় অ্যালয় ভেরা জেল লাগিয়ে নিন।

৬। লেবুর খোসা- লেবুর খোসা কয়েক দিন অলিভ অয়েলে ভিজিয়ে রাখুন। এটা চোখের পাতায় লাগান।

৭। ট্রিম করুন- যেমন ট্রিম করলে চুল বাড়ে, তেমনই দুই-তিন মাস অন্তর চোখের পাতা সামান্য(১/৪ অংশ) ট্রিম করুন।

কী খাবেন-

চোখের পাতা ঘন করতে সুষম খাবার খাওয়া প্রয়োজন। আপেল, পেয়ারা, শাক-সবজি, ডিম, মাংস, মাছ নিয়মিত খান।

কী করবেন না-

১। মাস্কারা লাগানো অবস্থায় ঘুমোবেন না। রাতে অবশ্যই মেক আপ তুলে শুতে যান।

২। চোখ কচলাবেন না। এতে চোখের পাতা পড়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement