ভাইরাল হয়েছিল ‘শ্রীলেখা’র সি থ্রু পোশাকের ছবিও!

সম্প্রতি দক্ষিণী ইন্ডাস্ট্রির নায়িকা জ্যোতি কৃষ্ণর ‘নগ্ন’ ছবি ছড়াল ওয়েব দুনিয়ায়। যদিও নায়িকার দাবি, ওই ছবি ভুয়ো। জানেন কি, প্রায় একই ঘটনা ঘটেছিল টলি-পাড়ার জনপ্রিয় নায়িকা শ্রীলেখা মিত্রের সঙ্গেও!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৬ ১৭:৫৮
Share:

সম্প্রতি দক্ষিণী ইন্ডাস্ট্রির নায়িকা জ্যোতি কৃষ্ণর ‘নগ্ন’ ছবি ছড়াল ওয়েব দুনিয়ায়। যদিও নায়িকার দাবি, ওই ছবি ভুয়ো। জানেন কি, প্রায় একই ঘটনা ঘটেছিল টলি-পাড়ার জনপ্রিয় নায়িকা শ্রীলেখা মিত্রের সঙ্গেও! ২০১৫-তে ‘আশ্চর্য প্রদীপ’-ছবির সি থ্রু কালো শাড়ি আর ব্লাউজ পরা শ্রীলেখার একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। এ রকম কিছু কি সত্যিই ঘটেছিল? এ প্রশ্ন তাঁকে আমরা করেছিলাম। গত বছর অগস্টের এক সাক্ষাত্কারে নায়িকা জানিয়েছিলেন, ‘‘ছবিটায় দেখবেন সি থ্রু ব্লাউজ আর শাড়ি পরে আমি হাঁটছি। আমার চারপাশের লোকেরা ছবিতে একেবারে নির্লিপ্ত! এটা কখনও সম্ভব? সি থ্রু শাড়ি পরতে পারি। ব্লাউজ পরার সাহস এখনও হয়নি। চমকে দেওয়ার জন্য কিছু করব না।’’ শ্রীলেখার সম্পূর্ণ সাক্ষাত্কার পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন।

Advertisement

আরও পড়ুন, আমার চারপাশে সবসময় পুরুষ দরকার

মালায়লম নায়িকার ‘নগ্ন’ ছবি ওয়েব দুনিয়ায় ভাইরাল!

Advertisement

আরও দেখুন, এলোমেলো শ্রীলেখা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement