সকালের লিপস্টিক সারা দিন ঠোঁটে রাখার ৮ টিপ্‌স

রোজ বেরনোর আগে সুন্দর করে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বেরোন। আয়নায় নিজেকে দেখতে তখন দারুণ মোহময়ী লাগে। কিন্তু সারাদিন কেউ যেন খেয়ালই করে না আপনাকে। কেন এমনটা হয় বলুন তো? এত সুন্দর সেজেও কেন কিছু ক্ষণ পরই কেমন যেন নির্জীব হয়ে যায় ঠোঁট?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মে ২০১৬ ১৪:৫৬
Share:

গ্লস: লিপস্টিকের ওপর গ্লস লাগালে লিপস্টিকের রং সিল হয়ে যায়। ফলে ঠোঁটে অনেক ক্ষণ থাকে।

রোজ বেরনোর আগে সুন্দর করে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বেরোন। আয়নায় নিজেকে দেখতে তখন দারুণ মোহময়ী লাগে। কিন্তু সারাদিন কেউ যেন খেয়ালই করে না আপনাকে। কেন এমনটা হয় বলুন তো? এত সুন্দর সেজেও কেন কিছু ক্ষণ পরই কেমন যেন নির্জীব হয়ে যায় ঠোঁট? জেনে নিন লিপস্টিক ধরে রাখার ৮ টিপ্‌স।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement