রাস্তায় শ্লীলতাহানি রুখতে কী কী রাখবেন ব্যাগে?

খবরের কাগজের পাতায় প্রায়ই উঠে আসে শ্লীলতাহানি বা শারীরিক হেনস্থার খবর। সংবাদ পত্রে ঠাঁই না পেলেও প্রতিদিনই কোনও না কোনও মহিলা শিকার হন এই ধরনের পরিস্থিতির। রাস্তাঘাটে হালকা ছোঁয়া, অশ্লীল উক্তি বা হেনস্থার চেষ্টা নিত্য নৈমিত্তিক ঘটনা। পরিস্থিতির মোকাবিলায় প্রয়োজন সতর্কতার। রোজকার ব্যবহারের কিছু জিনিস ব্যাগে রাখলে অথবা কিছু সতর্কতা মেনে চললে আপনি আটকাতে পারেন শ্লীলতাহানি-

Advertisement

প্রমা মিত্র

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৫ ১৬:০৬
Share:

খবরের কাগজের পাতায় প্রায়ই উঠে আসে শ্লীলতাহানি বা শারীরিক হেনস্থার খবর। সংবাদ পত্রে ঠাঁই না পেলেও প্রতিদিনই কোনও না কোনও মহিলা শিকার হন এই ধরনের পরিস্থিতির। রাস্তাঘাটে হালকা ছোঁয়া, অশ্লীল উক্তি বা হেনস্থার চেষ্টা নিত্য নৈমিত্তিক ঘটনা। পরিস্থিতির মোকাবিলায় প্রয়োজন সতর্কতার। রোজকার ব্যবহারের কিছু জিনিস ব্যাগে রাখলে অথবা কিছু সতর্কতা মেনে চললে আপনি আটকাতে পারেন শ্লীলতাহানি-

Advertisement

১। পেপার স্প্রে বা বডি স্প্রে- হঠাত্ আক্রমণকারীকে রুখতে বডি স্প্রে বা পেপার স্প্রে ব্যাগে রাখা খুব জরুরি। যখনই বুঝতে পারবেন অবস্থা বেগতিক ব্যাগ থেকে স্প্রে বের করে হাতে রাখুন। আক্রমণকারী সামনে এলেই চোখের ওপর স্প্রে করুন। কিছু ক্ষণের জন্য থমকে যাবে সে।

২। কলম- এই সময় কাজে আসে কলম। ডট পেন বা ফাউন্টেন পেন যাই সঙ্গে থাকুক আচমকা পেনের সরু নিব ফুটিয়ে দিন শরীরের সংবেদনশীল কোনও অংশে। চোখ বা মুখ মণ্ডলের কোনও অংশ, বিশেষ করে নাকের আশেপাশে ফোটানোর চেষ্টা করুন।

Advertisement

৩। সল্ট অ্যান্ড পেপার- ছোট কৌটোয় গোল মরিচ গুঁড়ো রাখুন ব্যাগে। কেউ আক্রমণ করতে এলেই সঙ্গে সঙ্গে ছড়িয়ে দিন চোখে। অন্তত কিছু ক্ষণের জন্য আপনি নিশ্চিন্ত। এই সময়ের মধ্যে রাস্তা বদল করে ফেলুন। জলের বোতল বের করে জলও ছিটিয়ে দিতে পারেন।

৪। পেপার নাইফ- বটল ওপেনার পেপার নাইফ, নেল কাটারের হ্যান্ডি সেট কিনতে পাওয়া যায় বাজারে। এমনই একটা কিনে ব্যাগে রাখুন। আত্মরক্ষার জন্য ছুরি দিয়ে আচমকা আঘাত করুন। আঘাত করতে না পারলেও ছুরি বের করে অন্তত ভয় দেখানো যেতে পারে।

৫। থুতু- আচমকা চোখে, মুখে থুতু ছিটিয়ে দিলেও হামলাকারী কিছু ক্ষণের জন্য হকচকিয়ে যাবে।

৬। কামড়- যদি পিছন থেকে হামলা হয় তবে হামলাকারীর হাত গলার কাছে থাকলে সজোরে কামড় বসান। কোমরের কাছে থাকলে খিমচে দিন।

৭। অ্যাপ- এই সময় মলেস্টেশন অ্যাপের সাহায্য নিন। লোকেশম ট্র্যাকারের সাহায্যে পরিবার, বন্ধুদের তখনই জানান আপনি বিপদে পড়েছেন।

৮। চিত্কার করতে ভয় পাবেন না- হামলাকারী হুমকি দিলেও এক বার অন্তত চিত্কার করন। অনেক সময় আশপাশ থেকে কেউ এসেও যেতে পারে আপনার সাহায্যে।

৯। রাস্তা বদল করুন- যদি বুঝতে পারেন কেউ পিছু নিয়েছে তাহলে প্রথমেই হাঁটার গতি বাড়ান। যে ফলো করছে তা সঙ্গে দূরত্ব বাড়লেই রাস্তা বদল করুন।

১০। সতর্ক থাকুন- রাস্তায় হাঁটার সময় আমরা অনেক কিছু ভাবতে থাকি। ফোনে কথা বলতে বলতে বা কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে হাঁটাও বিপজ্জনক। আপনার অসর্কতাই কিন্তু হামলাকারীকে সুযোগ করে দেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন