IPL 2020

অধিনায়ক পালাতে পারে না, বলছেন বিদ্ধ ধোনি

ছবিটা যা, তাতে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে দশ উইকেটে হেরে পাকাপাকি ছিটকে গিয়েছেন ধোনিরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২০ ০৪:৪৪
Share:

ফাইল চিত্র

আইপিএলে তাঁর দল চেন্নাই সুপার কিংস এতটা খারাপ খেলবে ভাবতে পারেননি মহেন্দ্র সিংহ ধোনি! কিন্তু টুর্নামেন্টে তাঁদের বাকি তিন ম্যাচে তিনি নিজে কিন্তু খেলবেন। যা নিয়ে ধোনির কথা, ‘‘একজন অধিনায়ক কখনওই পালিয়ে যেতে পারে না।’’

Advertisement

ছবিটা যা, তাতে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে দশ উইকেটে হেরে পাকাপাকি ছিটকে গিয়েছেন ধোনিরা। তবে শেষ তিন ম্যাচ নিয়মরক্ষার হলেও সিএসকে অধিনায়ক বললেন, ‘‘আমাদের এই ম্যাচ তিনটিতে যতটা সম্ভব ভাল খেলতে হবে। যা পরের বছরের প্রস্তুতিতে কাজে লাগবে। দেখতে হবে ডেথওভারের বোলার কারা সেটাও। আর ক্রিকেটারদের চাপের মুখে ভেঙে পড়লেও চলবে না।’’

ধোনি অবশ্য মনে করেন ভাগ্যও সবসময় তাদেঁর সঙ্গে ছিল না। ‘‘যে ম্যাচে প্রথমে ব্যাট করতে চেয়েছি সে ম্যাচে টসে জিততে পারিনি। সেই ম্যাচে আবার কোনও শিশিরের সমস্যাও ছিল না। কিন্তু যে ম্যাচে প্রথমে ব্যাট করতে বাধ্য হলাম, সে ম্যাচে আবার শিশিরের মধ্যে খেলতে হল। এটাকে ভাগ্য খারাপ ছাড়া আর কী-ই বা বলতে পারি,’’ বলছেন তিনি। রবিবারে মরুশহরে আরসিবির সামনে ধোনির চেন্নাই। কোহালিদের পয়েন্ট যেখানে ১০ ম্যাচে ১৪, সেখানে ধোনিদের সংগ্রহ সাকূল্যে ৬ পয়েন্ট! ধোনির কথায় পরিষ্কার, শেষ তিন ম্যাচে ভাল কিছু করেই তিনি টুর্নামেন্ট থেকে বিদায় নিতে চান। তাতে খানিকটা হলেও সম্মানরক্ষা হবে চেন্নাইয়ের। রবিবারের আর এক ম্যাচে মুম্বই ইন্ডিায়ান্স মুখোমুখি রাজস্থান রয়্যালসের। যে ম্যাচেও মুম্বই অধিনায়ক রোহিত শর্মা চোট কাটিয়ে ফিরতে পারবেন কিনা মুম্বইয়ের তরফে নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি।

Advertisement

রবিবার আইপিএলে: রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, সন্ধে ৭.৩০, স্টার স্পোর্টস ওয়ান চ্যানেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন