উডস হতে চায় না ভারতীয় গল্ফের ‘বিস্ময় বালক’

গত বছর বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ, আর এ বছর পাঁচ দিনের ব্যবধানে জুনিয়র গল্ফে দুটো বিশ্বখেতাব। ১০ বছরের শুভম জাগলান হইচই ফেলে দিলেও ভারতীয় গল্ফের ‘বিস্ময় বালকের’ পা কিন্তু মাটিতেই। সাফল্যে মাথা ঘুরে যায়নি। হরিয়ানার গ্রাম ইসরানায় যার গল্ফে হাতেখড়ি সর্ষের ক্ষেতে!

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ০২:৫৮
Share:

ট্রফিতে চুমু শুভমের। ছবি: টুইটার।

গত বছর বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ, আর এ বছর পাঁচ দিনের ব্যবধানে জুনিয়র গল্ফে দুটো বিশ্বখেতাব। ১০ বছরের শুভম জাগলান হইচই ফেলে দিলেও ভারতীয় গল্ফের ‘বিস্ময় বালকের’ পা কিন্তু মাটিতেই। সাফল্যে মাথা ঘুরে যায়নি। হরিয়ানার গ্রাম ইসরানায় যার গল্ফে হাতেখড়ি সর্ষের ক্ষেতে!

Advertisement

পরিবারের ঐতিহ্য অনুযায়ী কুস্তিতেই যাওয়াটা স্বাভাবিক ছিল শুভমের। কিন্তু গল্ফে আগ্রহ দেখে তার বাবা হরিয়ানায় প্রথমে কারনালের গল্ফ কোর্সে নিয়ে যান। পরে জাগলান-পরিবার দিল্লি চলে আসে। যেখানে দিল্লি গল্ফ ক্লাবে প্র্যাকটিস আর স্পনসরশিপ শুভমের জীবন বদলে দেয়। ‘‘সর্ষের খেতে গল্ফ খেলা শুরু করেছিলাম। কোনও কোচ, মেন্টর ছিল না। ইন্টারনেট দেখে দেখে শিখতাম তখন। দাদু আমায় কুস্তির বদলে অন্য খেলায় যেতে উৎসাহ দিয়েছিলেন,’’ বলেছে শুভম। পাশাপাশি এটাও জানিয়ে দিয়েছে টাইগার উ়ডস নয়, জ্যাক নিকোলাস হতে চায় সে। বড় হয়ে কিংবদন্তি গল্ফার নিকোলাসের সবচেয়ে বেশি মেজর জয়ের রেকর্ড ভাঙাটাও শুভমের লক্ষ্য। এখন তো সুইং শিখতে লুইস ওসথুজিয়েনের ভিডিও দেখাও চলছে তার।

শুধু গল্ফ নয়, পড়াশুনোতেও শুভমের আগ্রহ প্রচুর। গত বছর ক্লাস ফোরের পরীক্ষায় ৯০ শতাংশ নম্বর পেয়েছিল। বয়সের তুলনায় চিন্তাভাবনা বেশ পরিণত। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের গল্ফের পরিকাঠামোর পার্থক্য কী প্রশ্নে শুভম বলে দেয়, ‘‘যুক্তরাষ্ট্রের পরিকাঠামোয় ছোটদের জন্য গল্ফকে পেশা করার সুযোগ অনেক বেশি। ভারতে তো বেশির ভাব বাবা-মা শুধু পদকের কথা ভাবেন। বিদেশে বাচ্চাদের উপর পদক জেতার সে রকম কোনও চাপ থাকে না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন