ভারত-পাকিস্তানের একদিনের ম্যাচে সর্বোচ্চ রানের লড়াই <br>হয়েছিল ২০০৪ সালে করাচিতে।
ভারত-পাকিস্তান মানেই টানটান উত্তেজনা। তা সে রাজনীতিই হোক বা খেলার মাঠ। ক্রিকেট হলে তো কোনও কথাই নেই। দু’দেশের ক্রিকেট যুদ্ধের ইতিহাস কম বর্ণময় নয়! সেই বর্ণময় মহারণের কিছু বাছাই তথ্য এখানে তুলে ধরা হল।