লিয়েন্ডারের ৭০০

এ বার পালা মাশার পোশােকর

আর ঠিক তিন হপ্তা বাদে বিয়াল্লিশে পড়তে চলা লিয়েন্ডার পেজ আজ নিজের পেশাদার কেরিয়ারের সাতশোতম ডাবলস ম্যাচ জিতে আরও এক মাইলফলক গড়লেন! এটিপি ট্যুরের ইতিহাসে কলকাতার বেকবাগান রো-র চিরসবুজ টেনিস তারকা মাত্র অষ্টম প্লেয়ার যিনি ডাবলসে সাতশো জয় পেলেন। মজার ব্যাপার আজ রোলাঁ গারোয় যাঁকে পার্টনার নিয়ে লিয়েন্ডার এই নজির গড়লেন সেই কানাডিয়ান ড্যানিয়েল নেস্টর এই তালিকার শীর্ষে (৯৭২)।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মে ২০১৫ ০৩:৩৮
Share:

রোলাঁ গারোয় শারাপোভা। ছবি: এএফপি।

আর ঠিক তিন হপ্তা বাদে বিয়াল্লিশে পড়তে চলা লিয়েন্ডার পেজ আজ নিজের পেশাদার কেরিয়ারের সাতশোতম ডাবলস ম্যাচ জিতে আরও এক মাইলফলক গড়লেন! এটিপি ট্যুরের ইতিহাসে কলকাতার বেকবাগান রো-র চিরসবুজ টেনিস তারকা মাত্র অষ্টম প্লেয়ার যিনি ডাবলসে সাতশো জয় পেলেন। মজার ব্যাপার আজ রোলাঁ গারোয় যাঁকে পার্টনার নিয়ে লিয়েন্ডার এই নজির গড়লেন সেই কানাডিয়ান ড্যানিয়েল নেস্টর এই তালিকার শীর্ষে (৯৭২)।

Advertisement

সাতশোতম জয়ের মাধ্যমে লিয়েন্ডার ফরাসি ওপেন ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠলেন। অস্ট্রেলীয় জুটি ডাকওয়ার্থ-গুচিওনেকে লড়ে হারিয়ে। ৬-২, ৫-৭, ৭-৫। চলতি মরসুমেও অস্ট্রেলীয় ওপেন মিক্সড ডাবলস জয়ী লিয়েন্ডার টেনিসগ্রহের একমাত্র প্লেয়ার যিনি চল্লিশ পেরিয়েও পুরুষ ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। লিয়েন্ডারের সাতশোতম জয়ের সম্মানে এ দিন এটিপি ট্যুরের সরকারি ওয়েবসাইট বিশেষ নিবন্ধ প্রকাশ করে। যে প্রতিবেদনে ব্রায়ান ভাইরা থেকে শুরু করে মার্টিনা নাভ্রাতিলোভা—অনেক কিংবদন্তি বলেছেন, বয়সকে হারা মানানো, খেলোয়াড়োচিত আদর্শ জীবনযাপন, ডাবলস ট্যুরের সর্বকালীন শক্তি‌শালী হাতের শ্রেষ্ঠ উদাহরণ লিয়েন্ডার।

রোলাঁ গারোয় এ দিন চলতি মাসেই জীবনের প্রথম মাস্টার্স খেতাব (মাদ্রিদ ওপেন) জয়ী বোপান্না (সঙ্গী মার্জিয়া) এবং ফরাসি ওপেনে মেয়েদের ডাবলসে শীর্ষ বাছাই সানিয়া মির্জা (সঙ্গী হিঙ্গিস) দ্বিতীয় রাউন্ডে উঠলেও আলোচনার কেন্দ্রে বর্ষীয়ান লিয়েন্ডারই। তবে মহাতারকাদের মধ্যে এ দিন টিআরপিতে সবার আগে মারিয়া শারাপোভা।

Advertisement

ফেডেরারের মতো শারাপোভাও সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে পা রাখলেন। রজারের দ্বিতীয় আর তৃতীয় সেটে সার্ভিস খুইয়ে ৬-২, ৭-৬ (৭-১), ৬-৩ গ্র্যানোলার্সকে হারানোর চেয়ে অনেক সহজ মারিয়ার সতীর্থ রুশ ভিতালিয়ার বিরুদ্ধে ৬-৩, ৬-১ জয়। কিন্তু রজারের আগের রাউন্ডের মতোই ক্যাটক্যাটে বেগুনি-কমলা পোশাক সত্ত্বেও সেটাকে ছাপিয়ে এ দিন মাশার ফুল-স্লিভ পোশাক নিয়ে রোঁলা গারো বেশি সরগরম। ফিলিপ শাতিয়ের সেন্টার কোর্টের তিরি‌শ ডিগ্রি ছুঁইছুঁই গরমেও মাশাকে পুরো হাতা শার্ট পরে খেলতে দেখে গুঞ্জন শুরু—ফেডেরারের ক্যাটক্যাটে, নাদালের ‘অল ব্লু’-র পরে কি আজ মাশার পোশাক-বিতর্কের পালা?

যদিও কিছুক্ষণ পরেই তাতে জল ঢেলে দেন স্বংয় মাশা। ‘‘প্যারিসে আসা ইস্তক আমি সর্দিতে ভুগছি। ঠান্ডা লেগেছে। তাই গরম সত্ত্বেও ফুল-স্লিভ পরে খেললাম’’, জিতে উঠে কোর্ট-ইন্টারভিউতেই বলে দেন রুশ টেনিস সুন্দরী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন