Sports News

প্রেমিকাকে খুন করে আত্মঘাতী ফুটবলার

২৫ বছরের এই ফুটবলার এই মুহূর্তে খেলেন সিরি ‘ডি’র দল তুতোকুইও-র হয়ে। ৩০ বছরের বয়সী তাঁর প্রাক্তন প্রেমিকাকে খুন করার পরই নিজে আত্মঘাতী হন। স্থানীয় পুলিশের এমনটাই ধারণা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মে ২০১৮ ১৬:১৫
Share:

প্রেমিকাকে খুন করে নিজে আত্মঘাতী হলে ইতালির এক ফুটবলার। ইতালির ফুটবলার ফেডরিকো জিনিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর পাশেই পাওয়া যায় তাঁর প্রাক্তন প্রেমিকা এলিসা আমাতোকে। শনিবার দু’জনের দেহ একসঙ্গেই পাওয়া গিয়েছে।

Advertisement

২৫ বছরের এই ফুটবলার এই মুহূর্তে খেলেন সিরি ‘ডি’র দল তুতোকুইও-র হয়ে। ৩০ বছরের বয়সী তাঁর প্রাক্তন প্রেমিকাকে খুন করার পরই নিজে আত্মঘাতী হন। স্থানীয় পুলিশের এমনটাই ধারণা।

তাসকানের পিসার কাছে সান মিনিয়াতোয় দু’জনের দেহ একসঙ্গে পাওয়া যায় জিনির গাড়ির মধ্যে। শনিবার সকালে সেই গাড়ি উদ্ধার করে স্থানীয় পুলিশ। পুলিশ স্থানীয় এক সংবাদ মাধ্যমকে জানিয়েছে, এটি একটি মার্ডার-সুইসাইডের ঘটনা।

Advertisement

আরও পড়ুন
গড়াপেটা কাণ্ডে আইসিসির রিপোর্টের অপেক্ষায় বিসিসিআই

তাসকানের ক্লাব এম্পোলির যখন পেশাদার ফুটবল খেলা শুরু করেছিল এই স্ট্রাইকার তখন তাঁকে ভবিষ্যতের তারকা হিসেবেই ধরা হত। ইতালিতে ফেরার আগে চার বছর তিনি খেলেছেন মালতা, বুলগেরিয়া, ফিলিপিন্স ও মোঙ্গোলিয়ায়। গত বছরই ইতালিতে ফেরেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement