Sports News

ভাঙা হল মেসির মূর্তি

এ বার কেটে দেওয়া হল একটি পা। যার ফলে পুরো মূর্তিটাই পরে গিয়েছে মাটিতে। মাত্র একমাস আগেই এখানে নতুন করে বসানো হয়েছে মেসির মূর্তি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৭ ২১:৩৫
Share:

এ ভাবেই ভেঙে ফেলা হল মেসির মূর্তি। ছবি: সংগৃহীত।

আবার ভাঙা হল মেসির মূর্তি। গত জানুয়ারিতে একবার ভেঙে ফেলা হয়েছিল এই মূর্তিটিই। তার পর আবার নতুন করে গড়া হয়। কিন্তু আবারও একই কাণ্ড ঘটল।

Advertisement

বুয়েনস এয়ারেসে এই একই জায়গায় বার্সেলোনার আরও কৃতি ক্রীড়াবিদদের মূর্তি রয়েছে। কিন্তু বার বারই টার্গেট হচ্ছেন মেসি। এর নেপথ্যে কে বা কারা রয়েছে তা এখনও জানা যায়নি।

সে বার ধর থেকে আলাদা করে দেওয়া হয়েছিল সঙ্গে মাথাও। এ বার কেটে দেওয়া হল একটি পা। যার ফলে পুরো মূর্তিটাই পরে গিয়েছে মাটিতে। মাত্র একমাস আগেই এখানে নতুন করে বসানো হয়েছে মেসির মূর্তি।

Advertisement

আরও পড়ুন

জামাইকায় এ বার বোল্টের মূর্তি, উদ্বোধন খোদ প্রধানমন্ত্রীর

এখানে মেসি ছাড়াও রয়েছে গ্যাব্রিয়েল সাবাতিনির মতো তারকার মূর্তিও। এ বারের ঘটনার জন্য কেউ দায় নেয়নি এবং স্থানীয় পুলিশও কাউকে ধরতে পারেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement