Aamir Khan

ক্রিকেটপ্রেমী আমির খান মিতালির নামই ভুলে গেলেন!

চলতি বছরেই ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় মহিলা দল একের পর এক অনবদ্য পারফরম্যান্স দিয়ে ভারতকে নিয়ে গিয়েছিল বিশ্বকাপের ফাইনালে। শুধু ব্যাট হাতেই নয়, মস্তিস্ক দিয়েও প্রতিপক্ষকে চাপে ফেলেছিলেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৭ ২২:৩২
Share:

আমির খান। ছবি: পিটিআই।

মিতালি রাজের নামই মনে করতে পারলেন না বলউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।

Advertisement

চলতি বছরেই ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় মহিলা দল একের পর এক অনবদ্য পারফরম্যান্স দিয়ে ভারতকে নিয়ে গিয়েছিল বিশ্বকাপের ফাইনালে। শুধু ব্যাট হাতেই নয়, মস্তিস্ক দিয়েও প্রতিপক্ষকে চাপে ফেলেছিলেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ।

ভারত-অস্ট্রেলিয়ার হাইভোল্টেজ ম্যাচ দেখতে শুক্রবার হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গিয়েছিলেন আমির। কিন্তু বৃষ্টির কারণে মাঠে বলই গড়ায়নি। ফলে ম্যাচ দেখা তো হলই না, বরং টিভি সঞ্চালকের প্রশ্নের সামনে বেশ বিব্রত হতে হয় আমিরকে।

Advertisement

আরও পড়ুন: ‘পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নেপথ্যে কী গাওস্কর-শাস্ত্রী’

আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই

দিওয়ালিতে মুক্তি পাচ্ছে আমিরের নতুন ছবি। তারই প্রমোশানে এ দিন মাঠে হাজির ছিলেন আমির এবং সহ-অভিনেত্রী জাইরা ওয়াসিম। এই দুই জনকে নিয়ে মাঠেই নানা প্রশ্ন করতে খাকেন যতীন সাপ্রু। আর এই প্রশ্নোত্তর পর্বেই আমিরের কাছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের নাম জানতে চান।

উত্তরে আমির বলেন, “আমি জানি, কিন্তু এই মুহূর্তে নামটা আমার মাথায় আসছে না।” যতীন বিভিন্ন ‘ক্লু’ দিলেও মিতালির নাম কিছুতেই মনে করতে পারেননি আমির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement