অবিনাশের সই পরীক্ষা হবে এ বার

ইস্টবেঙ্গলের কাছে টোকেন থাকার নিয়মে অবিনাশকে ইতিমধ্যেই সেখানেই সই করার নির্দেশ দিয়েছে আইএফএ। এরপর চুক্তিপত্র সঠিক কি না তা জানতে শৃঙ্খলারক্ষা কমিটির সভা ডাকে আইএফএ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৭ ০৩:৫০
Share:

পরীক্ষা: অবিনাশের চুক্তি বিতর্কের এখনও সমাধান হল না। ফাইল চিত্র

যা প্রত্যাশিত ছিল তাই হল। অবিনাশ রুইদাসের চুক্তিপত্র যাচ্ছে হস্তরেখা বিশারদদের কাছে। ইস্টবেঙ্গলের সঙ্গে তাঁর এ বছরের করা চুক্তিটির সই ঠিক কি না তা নিশ্চিত হতে।

Advertisement

ইস্টবেঙ্গলের কাছে টোকেন থাকার নিয়মে অবিনাশকে ইতিমধ্যেই সেখানেই সই করার নির্দেশ দিয়েছে আইএফএ। এরপর চুক্তিপত্র সঠিক কি না তা জানতে শৃঙ্খলারক্ষা কমিটির সভা ডাকে আইএফএ। বৃহস্পতিবার সেই কমিটির সভায় ঠিক হয়, চুক্তিপত্রে অবিনাশের সই জাল কি না তা পরীক্ষা করা দরকার। সে জন্যই সাহায্য নেওয়া হবে হাতের লেখা বিশেষজ্ঞের। কয়েকবছর আগে এরকমই একটি বিতর্কে স্নেহাশিস চক্রবর্তীর সই পরীক্ষার করা হয়েছিল। তাতে প্রমাণিত হয় এটা ওই ফুটবলারটির সই। অবিনাশের ক্ষেত্রেও সেই পথে এগোল আইএফএ।

আরও পড়ুন: হাতের লেখা বিশেষজ্ঞই জানিয়ে দেবেন সই আসলে কার?

Advertisement

এ দিকে এ দিন দিল্লিতে ফেডারেশনের বিশেষ কমিটির সভায় অবশ্য অবিনাশ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। রাজ্য সংস্থা না ফেডারেশন কার এক্তিয়ারে পড়বে অবিনাশের বিষয়টি, তা নিয়ে মত বিনিয়ম হয়। বিশেষ কমিটি গঠন করা হয়েছে চুক্তি সংক্রান্ত সমস্যার সমাধানে। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে আইজীবী ঊষানাথ বন্দ্যোপাধ্যায়কে। ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির সভায় এ দিন আই লিগে মোহনবাগান-চেন্নাই ম্যাচে গন্ডগোলের দায়ে অভিযুক্ত মোহনবাগান সহ-সচিব সৃঞ্জয় বসুকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

এ দিকে, রানা ঘরামিকে অধিনায়ক হিসেবে ঘোষণা করল মহমেডান। সংবর্ধিত করা হয় জাতীয় দলে সুযোগ পাওয়া মনবীর সিংহকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন