Sports News

কুম্বলের হয়েই মুখ খুললেন বিন্দ্রা-জ্বালা গাট্টা

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে থেকেই সমস্যার শুরু। যার ফলে নতুন কোচের জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একদিনও দেখা যায়নি কুম্বলেকে সাংবাদিক সম্মেলনে আসতে বা বিরাটের সঙ্গে অনুশীলনে কথা বলতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুন ২০১৭ ১৬:৪৮
Share:

ভারতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অনিল কুম্বলে। এমনটাই হবে জানা ছিল কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে এই ঘটনায় অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে ভারত অধিনায়ক বিরাট কোহালির দিকেই। তাঁর সঙ্গে খারাপ সম্পর্কের জেরেই কোচের পদ ছাড়তে হয়েছে কুম্বলেকে।

Advertisement

আরও খবর: কোহালি চান না, তাই সরেই দাঁড়ালেন কুম্বলে

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে থেকেই সমস্যার শুরু। যার ফলে নতুন কোচের জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একদিনও দেখা যায়নি কুম্বলেকে সাংবাদিক সম্মেলনে আসতে বা বিরাটের সঙ্গে অনুশীলনে কথা বলতে। সম্পর্কের এতটাই অবনতি হয়েছিল যে ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত কুম্বলেকে থাকার অনুরোধ করলেও তিনি সেটা করতে পারেননি। তাই ভারতীয় দলের সঙ্গে একই ফ্লাইটে ওঠার কথা থাকলেও শেষ মুহূর্তে না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। প্রথমে আইসিসির মিটিং বলে কাটানোর চেষ্টা করেন বিসিসিআই। কিন্তু বিকেল গড়াতেই নিজের পদত্যাপত্র বিসিসিআইকে জমা দিয়ে দেন। নতুন করে আঙুল উঠতে শুরু করে বিরাটের দিকে। কারণ কুম্বলে তাঁর চিঠিতে সে কথা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম ঝড় ওঠেনি। সেই তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন অন্য খেলার সেলিব্রিটিরাও।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে থেকেই সমস্যার শুরু। যার ফলে নতুন কোচের জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একদিনও দেখা যায়নি কুম্বলেকে সাংবাদিক সম্মেলনে আসতে বা বিরাটের সঙ্গে অনুশীলনে কথা বলতে। সম্পর্কের এতটাই অবনতি হয়েছিল যে ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত কুম্বলেকে থাকার অনুরোধ করলেও তিনি সেটা করতে পারেননি। তাই ভারতীয় দলের সঙ্গে একই ফ্লাইটে ওঠার কথা থাকলেও শেষ মুহূর্তে না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। প্রথমে আইসিসির মিটিং বলে কাটানোর চেষ্টা করেন বিসিসিআই। কিন্তু বিকেল গড়াতেই নিজের পদত্যাপত্র বিসিসিআইকে জমা দিয়ে দেন। নতুন করে আঙুল উঠতে শুরু করে বিরাটের দিকে। কারণ কুম্বলে তাঁর চিঠিতে সে কথা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম ঝড় ওঠেনি। সেই তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন অন্য খেলার সেলিব্রিটিরাও।

কুম্বলে তাঁর পদত্যাগপত্রে লেখেন, ‘‘আমি গতকাল প্রথম বিসিসিআই-এর কাছ থেকে শুনি যে অধিনায়ক আমার কাজের ধরনের সঙ্গে মানিয়ে নিতে পারছে না। আর আমি কোচ থাকি সেটাও চাইছে না। আমি সব সময়ই কোচ-অধিনায়কের সম্পর্ককে সম্মান করে এসেছি।’’ বিসিসিআই এই সমস্যা মেটানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। কুম্বলের চিঠিই বুঝিয়ে দিয়েছে এই সমস্যা মেটার নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন