রোনাল্ডোর পরীক্ষা মাদ্রিদ ডার্বিতে

দুই ক্লাবই এ বারের লিগে এখনও সে ভাবে দাগ কাটতে পারেনি। রিয়াল মাদ্রিদ এবং আটলেটিকো মাদ্রিদ, দু’টো টিমই এগারোটা করে ম্যাচ খেলেছে। রিয়ালের জয় ৭, আটলেটিকোর ৬।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৭ ০৩:৫০
Share:

চ্যালেঞ্জ: আটলেটিকোর সঙ্গে এ বার লড়াই রোনাল্ডোর। —ফাইল চিত্র।

লড়াইটা শুধু মাদ্রিদের দুই ক্লাবের মধ্যেই হতে যাচ্ছে না। হতে যাচ্ছে দুই তারকা ফুটবলারের মধ্যেও। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম আঁতোয়া গ্রিজম্যান।

Advertisement

দুই ক্লাবই এ বারের লিগে এখনও সে ভাবে দাগ কাটতে পারেনি। রিয়াল মাদ্রিদ এবং আটলেটিকো মাদ্রিদ, দু’টো টিমই এগারোটা করে ম্যাচ খেলেছে। রিয়ালের জয় ৭, আটলেটিকোর ৬। গ্রিজম্যান বা রোনাল্ডো— কেউ সে ভাবে গোলের মধ্যে নেই। এই অবস্থায় আটলেটিকোর নতুন স্টেডিয়াম, ওয়ান্ডা মেট্রোপলিটানো-তে প্রথম হচ্ছে এই ডার্বি। যা নিয়ে কয়েক দিন আগেও গ্রিজম্যান বলেছেন, ‘‘এই স্টেডিয়ামে প্রথম ডার্বিটা আমাদের জিততেই হবে। আমাদের সমর্থকদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।’’

লা লিগায় আজ

Advertisement

রিয়াল মাদ্রিদ বনাম আটলেটিকো মাদ্রিদ

(রাত ১-১৫, সোনি টেন ১)

গুরুত্বপূর্ণ জিনেদিন জিদানের কাছেও। লা লিগায় অত্যন্ত খারাপ শুরু করার পরে এই ডার্বি জিতলে খেতাব দৌড়ে চলে আসতে পারে রিয়াল। তবে রোনাল্ডো এবং রিয়াল সম্পর্ক নিয়ে যে বিতর্ক উঠেছে, তা আবার ম্যাচে প্রভাব ফেলবে কি না, সে প্রশ্নও উঠতে শুরু করেছে। মাদ্রিদ ডার্বির আগে এক সাক্ষাৎকারে রোনাল্ডোকে প্রশ্ন করা হয়, আপনার গোল না পাওয়াটা কি চাপ বাড়াচ্ছে? যার জবাবে রোনাল্ডো বলেন, ‘‘আমি আর এই প্রশ্নটা শুনলে উত্তেজিত হই না। কিন্তু আমার অবাক লাগে অন্য একটা জায়গায়। আমি গোল না পেলে আমার বাড়ির লোকও প্রশ্ন করতে শুরু করে। আমার মা, ভাই, ছেলে, সবারই একটাই প্রশ্ন থাকে— তোমার কি কোনও সমস্যা হয়েছে?’’

রোনাল্ডো জানাচ্ছেন, তাঁর ফর্ম নিয়ে তিনি অন্তত কোনও টেনশনে নেই। জানতে চাওয়া হয়, কোচ জিদানের মনোভাব এখন কী রকম? সি আর সেভেন বলেন, ‘‘জিদান আমার মতোই। ও কোনও সময় টেনশনে ভোগে না। নার্ভাস হয় না।’’

আর রিয়াল কোচ নিজে কী বলছেন? রোনাল্ডো নিয়ে এত বিতর্ক কি দলকে চাপে ফেলে দিচ্ছে? জিদানের সাফ জবাব, ‘‘জানি রিয়ালকে নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু আমরা শান্ত থাকতে চাই। আমরা বদলাব না। আমরা মাঠে নেমে আপনাদের একটা ভাল ম্যাচ উপহার দেব।’’

দিন কয়েক আগে সের্জিও র‌্যামোসের সঙ্গে রোনাল্ডোর ঝামেলা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। যা নিয়ে ম্যাচের আগে জিদান বলছেন, ‘‘ওরা দু’জনেই রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার। সব কিছু মিটে গিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন