সচিনের রেকর্ড ভেঙে দিলেন অ্যাডাম ভোজেস

ভেঙে গেল সচিন তেন্ডুলকরের ১২ বছরের পুরনো রেকর্ড। টেস্টে এক বারও আউট না হয়ে সর্বাধিক রান করার রেকর্ড এত দিন ছিল লিটল মাস্টারের দখলে। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অপরাজিত ১৭৬ রানের ইনিংস খেলে এই রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম ভোজেস।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:২১
Share:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করে ভোজেস। ছবি: এএফপি।

ভেঙে গেল সচিন তেন্ডুলকরের ১২ বছরের পুরনো রেকর্ড। টেস্টে এক বারও আউট না হয়ে সর্বাধিক রান করার রেকর্ড এত দিন ছিল লিটল মাস্টারের দখলে। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অপরাজিত ১৭৬ রানের ইনিংস খেলে এই রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম ভোজেস।

Advertisement

২০০৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত একবারও আউট না হয়ে ৪৯৭ রান করেছিলেন সচিন। এর মধ্যে ছিল অপরাজিত ২৪১, অপরাজিত ৬০, অপরাজিত ১৯৪ এবং ২। এ দিন সেই রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলীয় ডানহাতি ভোজেস। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ২৬৯, অপরাজিত ১০৬ করেছিলেন ভোজেস। আর এ দিন ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে করলেন অপরাজিত ১৭৬। একই সঙ্গে আউট না হয়ে ৫০০ রান করা ব্যাসম্যানদের ক্লাবের একমাত্র সদস্য হলেন তিনি।

ভোজেস এবং উসমান খোয়াজার সেঞ্চুরিতে ভর করে ওয়েলিংটনে অবশ্য নিউজিল্যান্ডের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাকালামের কেরিয়ারের শেষ টেস্টের দ্বিতীয় দিনেই প্রথম ইনিংসে ২৮০ রানে এগিয়ে গিয়েছে তারা। হাতে রেয়েছ চার উইকেট।

Advertisement

আরও পড়ুন:
১০০তম টেস্টে শূন্য রানের তালিকায় ম্যাকালাম
আসাদ রউফকে নির্বাসিত করল বিসিসিআই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement