ফিরে এল হিউজের স্মৃতি, মাথায় বল লেগে হাসপাতালে ভোজেস

এক লহমায় যেন ফিরে এল ফিল হিউজের স্মৃতি। ফিল্ডারের ছোড়া বলের আঘাতে ২২ গজেই বেহুঁশ হলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম ভোজেস। রবিবার কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাউদাম্পটনের রোজ বোলে মিডলসেক্সের বিরুদ্ধে ম্যাচ ছিল হ্যাম্পশায়ারের। ব্যাট করছিলেন হ্যাম্পশায়ারের মাইকেল কারবেরি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মে ২০১৬ ১৪:২২
Share:

এক লহমায় যেন ফিরে এল ফিল হিউজের স্মৃতি। ফিল্ডারের ছোড়া বলের আঘাতে ২২ গজেই বেহুঁশ হলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম ভোজেস। রবিবার কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাউদাম্পটনের রোজ বোলে মিডলসেক্সের বিরুদ্ধে ম্যাচ ছিল হ্যাম্পশায়ারের। ব্যাট করছিলেন হ্যাম্পশায়ারের মাইকেল কারবেরি। তাঁর ব্যাট থেকেই জোরালো গতিতে বল আছড়ে পড়ে বাউন্ডারিতে। সে সময় বাউন্ডারি লাইনে ছিলেন পরিবর্ত ফিল্ডার ওলি রেনার। বল কুড়িয়ে স্টাম্পের দিকে ছোড়েন তিনি। কিন্তু, অল্পের জন্য তা মিস করেন উইকেট কিপার জন সিম্পসন। বল হিট করে কাছেই দাঁড়ানো মিডলসেক্স অধিনায়ক ভোজেসের মাথায় পিছনে। সঙ্গে সঙ্গে বেহুঁশ হয়ে মাঠে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি ছুটে আসেন দু’জন ফিজিও। মিডলসেক্স ডিরেক্টর অ্যাঙ্গাস ফ্রেজার জানিয়েছেন, ড্রেসিং রুমে ফিরে এসেও ভোজেসের অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাময়িক ভাবে চিকিৎসার পর জ্ঞান ফিরেছে তাঁর। তবে এখনই মাঠে ফিরতে পারছেন না ৩৬ বছরের অজি টেস্ট ওপেনার। আপাতত তিন দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।

Advertisement

ফ্রেজার জানিয়েছেন, ভোজেসের শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে। আর গতিবিধির দিকে চোখ রয়েছে অস্ট্রেলীয় বোর্ডেরও। ২০১৪-তেই মাথায় বল লেগে মারা গিয়েছিলেন ফিল হিউজ। সে স্মৃতি যে এখনও টাটকা!

Advertisement

আরও পড়ুন

হিউজ-আতঙ্ক ফিরিয়ে আনলেন অন্য হিউজ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন