এএফসি কাপে ফর্মে ফিরলেন গ্লেন, ৫ গোল মোহনবাগানের

এএফসি কাপের প্রথম ম্যাচে প্রতিপক্ষ মলদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে উড়িয়ে দিল মোহনবাগান। খেলার ফল মোহনবাগানের পক্ষে ৫-২। শেষ মুহূর্তে রাজু গায়কোয়াড় সেম সাইড গোল না করলে ব্যবধানটা কমত না। যদিও বাগান কোচ সঞ্জয় সেন স্বস্তি পেতে পারেন এটা ভেবে যে তাঁর সব স্ট্রাইকাররাই মাঠে নেমে গোল পেলেন। যে কর্নেল গ্লেনের ফর্ম নিয়ে চিন্তায় ছিল টিম ম্যানেজমেন্ট সেও আজ জোড়া গোল করে দেখিয়ে দিলেন ফর্মটা সাময়িক সমস্যা।

Advertisement
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:২৬
Share:

এএফসি কাপের প্রথম ম্যাচে প্রতিপক্ষ মলদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে উড়িয়ে দিল মোহনবাগান। খেলার ফল মোহনবাগানের পক্ষে ৫-২। শেষ মুহূর্তে রাজু গায়কোয়াড় সেম সাইড গোল না করলে ব্যবধানটা কমত না। যদিও বাগান কোচ সঞ্জয় সেন স্বস্তি পেতে পারেন এটা ভেবে যে তাঁর সব স্ট্রাইকাররাই মাঠে নেমে গোল পেলেন। যে কর্নেল গ্লেনের ফর্ম নিয়ে চিন্তায় ছিল টিম ম্যানেজমেন্ট সেও আজ জোড়া গোল করে দেখিয়ে দিলেন ফর্মটা সাময়িক সমস্যা। জোড়া গোল এল মরশুমের শুরু থেকেই ফর্মে থাকা জেজে লালপেখলুয়ার পা থেকেও। আর মোহনবাগানের হয়ে খাতা খুললেন সনি নর্ডি। এএফসি কাপ ম্যাচ জিতেই এবার আবার গোয়ায় আই লিগ খেলতে উড়ে যাবে দল।

Advertisement

• ৫-২ গোলে মাজিয়াকে হারিয়ে দিল মোহনবাগান।

• ৭৬ মিনিটে সেম সাইড গোল করলেন রাজু গায়কোয়াড়।

Advertisement

• ৭৫ মিনিটের শেষে মোহনবাগান ৫, মাজিয়া ১।

• ৭১ মিনিটে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করে গেলেন কর্নেল গ্লেন।

• ৬৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করলেন জেজে।

• আবার গোল জেজে লালপেখলুয়া ও কর্নেল গ্লেনের।

• মাজিয়ার বক্সে মোহনবাগান সাইক্লোন চলছেই। প্রথমার্ধে ৩ গোলের পর দ্বিতীয়ার্ধে ১ গোলে হজম করে আরও ২ গোল দিল মোহনবাগান।

• মাজিয়া স্পোর্টসের হয়ে ৬১ মিনিটে গোল করলেন আহমেদ ইমাজ।

• ৬১ মিনিটে মোহনবাগান ৩, মাজিয়া ১।

• ১ গোল হজম মোহনবাগানের।

• ৫৪ মিনিট খেলা হয়ে গিয়েছে গুয়াহাটিতে। ম্যাচের ফল মোহনবাগানের পক্ষে ৩-০।

• দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

প্রথমার্ধের শেষে মোহনবাগান এগিয়ে ৩-০ গোলে। গুয়াহাটিতে এএফসি কাপের ম্যাচে মলদ্বীপের বিরুদ্ধে খেলতে নেমেছে মোহনবাগান। যদিও ঘরের মাঠ তবুও কলকাতা নয় গুয়াহাটি। তাই চিন্তায় ছিলই। কিন্তু শুরুতেই ঘর স্বস্তি দিল তিন গোল। এর মধ্যেই গোলে ফিরলেন কর্নেল গ্লেন। এটাই যা প্রাপ্তি। দ্বিতীয়ার্ধে অনেক বেশি দায় নিতে হবে বাগান রক্ষণকে। স্ট্রাইকাররা তাঁদের কাজ ইতিমধ্যেই করে ফেলেছেন। দ্বিতীয়ার্ধে তাঁদের লক্ষ্য থাকবে গোল বাড়িয়ে নেওয়া। সঙ্গে গোল হজম না করা।

• প্রথমার্ধ শেষে মোহনবাগান ৩, মাজিয়া ০। গোল করলেন সনি, জেজে ও গ্লেন।

• ৩৫ মিনিটে এবার গোল করলেন কর্নেল গ্লেন।

• দু’মিনিটের মধ্যেই ৩ গোলে এগিয়ে গেল মোহনবাগান।

• ৩৩ মিনিটে গোল করলেন জেজে লালপেখলুয়া।

• ৩৩ মিনিটে মোহনবাগান ২ - মাজিয়া ০।

• ২-০ গোলে এগিয়ে গেল মোহনবাগান।

• আবার গোল মোহনবাগানের।

• ১৯ মিনিটে গোল করলেন সনি নর্ডি।

• ১৯ মিনিটে মোহনবাগান ১ - মাজিয়া ০।

• শুরুতেই এগিয়ে গেল মোহনবাগান।

• খেলা শুরু।

মোহনবাগানের ঘরের মাঠে এফসি কাপের ম্যাচ ঠিকই। কিন্তু ঘরের মাঠ হয়েও মোহনবাগানের জন্য ম্যাচটা অ্যাওয়েই। খেলতে হবে গুয়াহাটিতে। প্রতিপক্ষ মলদ্বীপ মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। গ্রুপ-জির এটাই প্রথম ম্যাচ। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শ্যনডং লুনেংয়ের কাছে ৬-০ গোলে হারের পর এএফসি কাপ খেলতে হচ্ছে মোহনবাগানকে। জিতলে এগিয়ে যেতে পারত বাগান। কিন্তু এএফসি কাপই বা কম কিসে। আই লিগের মাঝে এএফসি কাপের ম্যাচকেও যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন সঞ্জয় সেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন