ভারতে ১৮ দলের লিগ চায় এএফসি

এটিকে-র সঙ্গে কি শেষ পর্যন্ত একই লিগে খেলতে দেখা যাবে ইস্টবেঙ্গল, মোহনবাগানকে? দিল্লির ফুটবল হাউসে ফেডারেশন দফতরে আসা এএফসি-র একটি চিঠি সেই ইঙ্গিতই দিতে শুরু করল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৭ ০৪:৪০
Share:

এ বার আই লিগ এবং আইএসএল দু’টি লিগ পাশাপাশি হবে সিদ্ধান্ত হয়ে গিয়েছে। পরের মরসুমে কী হবে?

Advertisement

এটিকে-র সঙ্গে কি শেষ পর্যন্ত একই লিগে খেলতে দেখা যাবে ইস্টবেঙ্গল, মোহনবাগানকে? দিল্লির ফুটবল হাউসে ফেডারেশন দফতরে আসা এএফসি-র একটি চিঠি সেই ইঙ্গিতই দিতে শুরু করল। কারণ ২০১৮-১৯ মরসুমে দু’টির বদলে একটি লিগ-ই চাইছে এএফসি। তারা যে প্রস্তাব ফেডারেশনের কাছে পাঠিয়েছে তাতে ১৮ দলের একটি লিগের কথা বলা হয়েছে। জানানো হয়েছে, এটা সামনে রেখেই কাজ করবে তাঁরা। শুধু তাই নয়, চিঠিতে পরিষ্কার, কলকাতার দুই প্রধানের সঙ্গে মহমেডান, ডেম্পো, সালগাওকরের মতো ঐতিহ্যময় বা সমর্থকসমৃদ্ধ সফল ক্লাবকে বেশি গুরুত্ব দিতে চাইছে এএফসি। জানা গিয়েছে, যুব বিশ্বকাপের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আইএসএল, আই লিগ ক্লাব ছাড়াও রাজ্য সংস্থা এবং স্পনসরদের সঙ্গেও কথা বলবেন এএফসি-র প্রতিনিধিরা। ফেডারেশন সচিব কুশল দাশ দিল্লি থেকে ফোনে বুধবার বললেন, ‘‘এএফসি-র প্রতিনিধি অ্যালেক্স ফিলিপস এসেছিলেন যুব বিশ্বকাপের ড্র-এর অনুষ্ঠানে। চার-পাঁচ মাসের একটি নির্দিষ্ট প্ল্যান তৈরি করা হয়েছে। সেখানেই ঠিক হয়েছে, দুই লিগ মেলানো নিয়ে অগস্টের মাঝামাঝি এসে ফিফা এবং এএফসি-র প্রতিনিধিরা কথা বলবেন সবার সঙ্গে।’’

এ দিকে এ দিন আই লিগ সংগঠনের জন্য মোহনবাগান মাঠের পরিকাঠামো কেমন তা দেখতে এসেছিলেন আই লিগের সিইও সুনন্দ ধর। মাঠের বর্তমান অবস্থা দেখে তিনি খুশি নন।

Advertisement

আরও পড়ুন: আঘাত তো লাগেই ওভাবে সরতে হলে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন