সারা বাংলা দাবার আসর কোলাঘাটে

আয়োজক সংস্থার কর্ণধার পার্থ ঘোষ জানিয়েছেন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং বর্ধমান জেলা থেকে মোট ১৩২ জন ক্ষুদে দাবাড়ু যোগ দিয়েছে এই প্রতিযোগিতায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৭ ০৪:৪৬
Share:

প্রতিদ্বন্দী: দাবা প্রতিযোগিতায় খুদেরা। ছবি: পার্থপ্রতিম দাস।

প্রথম বার কোলাঘাটে আয়োজিত হল সারা বাংলা অনূর্ধ্ব-১৫ দাবা প্রতিযোগিতার আসর। আয়োজন করছে কোলাঘাট চেস অ্যাকাডেমি। বেঙ্গল চেস অ্যাসোসিয়েশনের সহযোগিতায়, ১৯ ও ২০ অগস্ট এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে রূপনারায়ণের তীরে, নাগরিক সেবা সমিতির ভবনে।

Advertisement

আয়োজক সংস্থার কর্ণধার পার্থ ঘোষ জানিয়েছেন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং বর্ধমান জেলা থেকে মোট ১৩২ জন ক্ষুদে দাবাড়ু যোগ দিয়েছে এই প্রতিযোগিতায়। বয়স ভিত্তিক পাঁচটি বিভাগ রয়েছে প্রতিযোগিতায়। খেলা হবে সুইস লিগ পদ্ধতিতে। র্যাপিড চেসের নিয়ম অনুযায়ী দু’জন প্রতিযোগী ৩০ মিনিট করে মোট ১ ঘণ্টা সময় পাবে প্রতি ম্যাচের জন্য। শনি ও রবিবার দু’দিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে টুর্নামেন্ট। দু’দিনে খেলা হবে মোট আট রাউন্ড। শনিবার প্রতিযোগিতা শেষ হয় তিন রাউন্ডে। রবিবার হবে বাকি পাঁচ রাউন্ডের খেলা। পুরস্কার থাকবে মোট ৯২টি। তবে সব খুদে দাবাড়ুর জন্যও থাকবে সান্ত্বনা পুরস্কার।

প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে যোগ দিয়েছে পূর্ব মেদিনীপুরের নীলকুণ্ঠা গ্রামের শুভময় ধাড়া। তার বয়স ৩ বছর ৮ মাস। এখনও স্কুলে ভর্তি হয়নি সে। শুভময়ের মা জানিয়েছেন, শুভময়ের মাসির বাড়ি তমলুকে। মাসির ইচ্ছাতেই সে ভর্তি হয়েছে তমলুক চেস অ্যাকাডেমিতে। গত ছ’মাস ধরে প্রশিক্ষণ নিচ্ছে দাবাড়ু হীরা ঘোড়ইয়ের কাছে প্রশিক্ষণ চলছে শুভময়ের। এটাই তার প্রথম বড় টুর্নামেন্ট। ছোটদের উৎসাহিত করতে রবিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রিকেটার অশোক দিন্দা এবং বেঙ্গল চেস অ্যাসোসিয়েশানের সম্পাদক ইন্টারন্যাশনাল মাস্টার্স অতনু লাহিড়ি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন