Sports News

‘ভারতের বিশ্বকাপ জয়ের সব কৃতিত্ব দ্রাবিড়ের’

শুধু তিনিই নন সেই তালিকায় নাম লিখিয়েছেন মহম্মদ কাইফ থেকে বীরেন্দ্র সহবাগ সকলেই। আফ্রিদি টুইটে লিখেছেন, গ্রেচ কোচ ও মেন্টর রাহুল দ্রাবিড়। ভবিষ্যতের তারকারা তৈরি হচ্ছে। 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৫০
Share:

অধিনায়ক পৃথ্বী শ-এর সঙ্গে কোচ রাহুল দ্রাবিড় ট্রফি হাতে। ছবি: পিটিআই।

তিনিই প্রথম বলছেন এমনটা নয়। গোটা ক্রিকেট বিশ্বই বিশ্বাস করে ভারতীয় ক্রিকেটের গ্রাসরুট পর্যায়ের উন্নতির পিছনে গত কয়েক বছর ধরে বড় ভূমিকা রেখে চলেছেন এক প্রাক্তন। কারও কাছে তিনি দ্য ওয়াল তো কারও কাছে মিস্টার ডিপেন্ডেবল আবার কারও কাছে মিস্টার কুল বা কারও কাছে শুধুই রাহুল স্যার। সেই মানুষটিরই হাত ধরে আজ ভারতীয় ক্রিকেটের পরবর্তী প্রজন্ম প্রায় তৈরি। এ বার তাকেই এই বিশ্বকাপ জয়ের সব কৃতিত্ব দিলেন প্রাক্তন পাকিস্তান অল-রাউন্ডার শাহিদ আফ্রিদি।

Advertisement

শুধু তিনিই নন সেই তালিকায় নাম লিখিয়েছেন মহম্মদ কাইফ থেকে বীরেন্দ্র সহবাগ সকলেই। আফ্রিদি টুইটে লিখেছেন, গ্রেচ কোচ ও মেন্টর রাহুল দ্রাবিড়। ভবিষ্যতের তারকারা তৈরি হচ্ছে। কাইফ লিখেছেন, ‘‘আবারও নেপথ্যে কাজ করে যাওয়া। চুপচাপ। গোটা বিশ্বে তার মতো কেউ নেই যে এ ভাবে জুনিয়রদের নিয়ে কাজ করছে।’’ বীরেন্দ্র সহবাগ লিখেছেন, ‘‘সব কৃতিত্ব রাহুল দ্রাবিড়ের।’’ যদিও স্বয়ং রাহুল দ্রাবিড় বলেছেন, এই জয়ে তাঁর কোনও কৃতিত্ব নেই। তিনি এগিয়ে রেখেছেন তাঁর দলকে। সঙ্গে তাঁর সাপোর্ট স্টাফদের।

বরং বেশি প্রশংসা তাঁকে অস্বস্তি দেয়। তিনি সব সময় ব্যর্থতার দায় সামনে এসে মাথা পেতে নেন। কিন্তু সাফল্যের কৃতিত্ব ছেড়ে দেন বাকিদের জন্য। যখন খেলেছেন তখনও বাকিদের থেকে আলাদা ছিলেন রাহুল দ্রাবিড়। ঠান্ডা মাথায় শুধু নিজের কাজটি করে যেতেন। এখনও যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, সেটাও একইভাবে করে চলেছেন। তাঁর হাত ধরেই তৈরি হচ্ছে ভারতীয় ক্রিকেটের পরের পর প্রজন্ম।

Advertisement

আরও পড়ুন বিশ্বকাপ জয়ে আমার কোনও কৃতিত্ব নেই দ্রাবিড়

আরও পড়ুন বিশ্বকাপ জয়ে আমার কোনও কৃতিত্ব নেই দ্রাবিড়

আরও পড়ুন বিশ্বকাপ জয়ে আমার কোনও কৃতিত্ব নেই দ্রাবিড়

আরও পড়ুন বিশ্বকাপ জয়ে আমার কোনও কৃতিত্ব নেই দ্রাবিড়

আরও পড়ুন বিশ্বকাপ জয়ে আমার কোনও কৃতিত্ব নেই দ্রাবিড়

আরও পড়ুন বিশ্বকাপ জয়ে আমার কোনও কৃতিত্ব নেই দ্রাবিড়

আরও পড়ুন বিশ্বকাপ জয়ে আমার কোনও কৃতিত্ব নেই দ্রাবিড়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement