বিতর্কে দুই তারকা ফুটবলার

দেশ ছাড়ার হুঙ্কার আল্পাইন মেসির

মঙ্গলবার ট্রেনিং গ্রাউন্ডে হাসিঠাট্টা করেই রোমানিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে প্রস্তুতিতে মগ্ন ছিলেন গ্রানিট জাকা-রা। আলবেনিয়াকে হারিয়ে সব কিছুই সঠিক পথে যাচ্ছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জুন ২০১৬ ১০:৩৬
Share:

সুইৎজারল্যান্ডের অনুশীলনে জারদান শাকিরি। মঙ্গলবার। ছবি: এএফপি

মঙ্গলবার ট্রেনিং গ্রাউন্ডে হাসিঠাট্টা করেই রোমানিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে প্রস্তুতিতে মগ্ন ছিলেন গ্রানিট জাকা-রা। আলবেনিয়াকে হারিয়ে সব কিছুই সঠিক পথে যাচ্ছিল। এই শান্ত আবহাওয়াতেও হঠাৎ করে ঝড় তুললেন জারদান শাকিরি। ফুটবলভক্তরা যাঁকে ‘আল্পাইন মেসি’ বলে জানেন। যিনি সতর্কবার্তা ছুড়ে দিলেন কোচকে। বললেন, ‘‘আমি কসোভোর হয়ে খেলার কথা ভাবছি।’’

Advertisement

শাকিরি-বিস্ফোরণের পিছনে অবশ্য কোচের সঙ্গে ঝামেলার কোনও ব্যাপার খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আল্পাইন মেসির ব্যাকগ্রাউন্ড দেখলে পাওয়া যাবে শাকিরি কসোভোর বংশোদ্ভূত। সুইস তারকার পরিবার কসোভোর থেকে সুইৎজারল্যান্ড এসে নাগরিকত্ব নিয়েছে। কিন্তু গত মাসেই ফিফা ও উয়েফা থেকে কসোভো-কে আলাদা দেশ হিসেবে প্রতিটা টুর্নামেন্টে খেলার দেওয়ার অনুমতি দিয়েছে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জনেও খেলবে কসোভো। আর এই কসোভোর অধিনায়কত্ব করতে পারাটা শাকিরির কাছে সম্মানের হবে। আল্পাইন মেসি বলছেন, ‘‘যদি হঠাৎ করে কসোভো কোচ আমাকে অধিনায়ক করতে চায় তা হলে তো ভাবতেই হবে।’’ শাকিরির এ হেন বক্তব্যের পরে গোটা এক দিকে ফুটবলবিশ্বে জল্পনা, অন্য দিকে বিশেষজ্ঞরা একহাত নিয়ে বলছেন, কী করে ইউরো ম্যাচের আগের দিন এ রকম মন্তব্য করলেন শাকিরি!

২০১৪ বিশ্বকাপে সুইৎজারল্যান্ডের হয়ে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন। হন্ডুরাসের বিরুদ্ধে গ্রুপ ম্যাচে হ্যাটট্রিক করে মন্ত্রমুগ্ধ করেছিলেন শাকিরি। যাঁর মুভমেন্ট, ড্রিবলের ভঙ্গির জন্য ভালবেসে সমর্থকেরা তাঁকে আল্পাইন মেসি বলতে থাকেন। কিন্তু সেটা ছিল দু’বছর আগের শাকিরি। বর্তমানে স্টোক সিটির মতো ক্লাবে খেলেন তিনি। গত মরসুমে চোখধাঁধানো ফুটবলও খেলতে পারেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement