Sports News

রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ অমল মজুমদার

রাজস্থান রয়্যালসের ওয়েবসাইটে এই খবর সংস্থার তরফে জানানো হয়েছে। জুবিন আরও বলেন, ‘‘অমল ও সৈরাজ দু’জনের স্কিল নিয়ে কোনও সংশয় নেই। ওদের অভিজ্ঞতা দলকে সমৃদ্ধ করবে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৮ ১৮:৪১
Share:

রাজস্থানের কোচিং টিমে সাইরাজ বাহুতুলের পর এ বার অমল মজুমদার। বোলিং কোচ হিসেবে গত সপ্তাহেই বেছে নেওয়া হয়েছিল বাহুতুলেকে। এ বার দলের ব্যাটিং কোচ হিসেবে ডেকে নেওয়া হল অমল মজুমদারকে। বাহুতুলের প্রাক্তন সতীর্থও তিনি। ফ্র্যাঞ্চাইজির হেড অফ ক্রিকেট জুবিন ভারুচা জানিয়েছেন, অমল মজুমদারকে ব্যাটিং কোচ হিসেবে পেয়ে দল উপকৃত হবে। তিনি বলেন, ‘‘আমাদের দলের ব্যাটিং কোচ হিসেবে অমল মজুমদারকে পেয়ে আমরা গর্বিত। ডোমেস্টিক ক্রিকেটে তার অবদান সবার জানা। দলের যুব ব্যাটসম্যানরা তাঁর থেকে অনেক কিছু শিখতে পারবে।’’

Advertisement

রাজস্থান রয়্যালসের ওয়েবসাইটে এই খবর সংস্থার তরফে জানানো হয়েছে। জুবিন আরও বলেন, ‘‘অমল ও সৈরাজ দু’জনের স্কিল নিয়ে কোনও সংশয় নেই। ওদের অভিজ্ঞতা দলকে সমৃদ্ধ করবে।’’ ক্রিকেটের মূলস্রোতে ফিরতে পেরেও খুশি অমল মজুমদার। বলেন, ‘‘একজন ব্যাটসম্যানের জন্য দারুণ সময়। টি২০ এই খেলার ধারাটাই বদলে দিয়েছে। এই ফর্ম্যাটের জন্য চাহিদাটাও আলাদা। সব সময়ই উত্তেজক। কোনও নির্লিপ্ত মুহূর্ত থাকে না।’’

তিনি আরও বলেন, ‘‘কোচ হিসেবে আমাকেও সারাক্ষণ শিখতে হবে শেখানোর জন্য। এই ভূমিকায় নিজেকে পেয়ে আমি উচ্ছ্বসিত।’’ অমল মজুমদার তাঁর দীর্ঘ ক্রিকেট জীবনে ১৭১টি প্রথমশ্রেনীর ম্যাচ খেলেছেন। তাঁর ব্যাট থেকে এসেছে ১১ হাজার ১৬৭ রান। গড় ৪৮.১৩। তার মধ্যে রয়েছে ৩০টি সেঞ্চুরি ও ৬০টি হাফ সেঞ্চুরি। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিও জিতেছেন তিনি।

Advertisement

আরও পড়ুন
পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ব্যস্ত ধোনি, পোস্ট করলেন ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement