Sports News

বিরাটকে দেখে শিখতে বললেন অমরনাথ

অমরনাথ এটাও মনে করছেন, এই অভিজ্ঞতা থেকে ভারত তাদের প্রস্তুতির বিষয়েও অন্যরকম ভাবে ভাবতে শিখবে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশে খেলতে যাওয়ার আগে ব্যাটিং অনুশীলনকে আরও ভাল করতে হবে বলেই মনে করেন অমরনাথ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৮ ১৫:৩২
Share:

ভারতীয় টেস্ট দল। দক্ষিণ আফ্রিকা সফরে। ছবি: এএফপি।

সম্প্রতি ওয়ান্ডারার্সের পিচ নিয়ে কম জলঘোলা হয়নি। আইসিসি ‘পুওর’ও আখ্যা দিয়েছে। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় রয়েছে ভারত। তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১এ হেরেও গিয়েছেন বিরাট কোহালিরা। যেখানে দু’পক্ষেরই ব্যাটসম্যানরা বিরাট কিছু করতে পারেনি। বোলাররা দারুণ সফল। এই অবস্থায় সব পিচ নিয়েই প্রশ্ন উঠেছে। সব থেকে বেশি প্রশ্ন উঠেছে ওয়ান্ডারার্স নিয়ে। এ বার সেই পিচ নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত অল-রাউন্ডার মহেন্দ্র অমরনাথ।

Advertisement

ওয়ান্ডারার্সের পিচকে ‘পুওর’ আখ্যা দিলেও সেখানেই ম্যাচ জিতে নিয়েছে ভারত। অমরনাথ বলেন, ‘‘যদি ভাগ্য আর একটু সহায় হত তা হলে ভারত সিরিজ জিততে পারত। পুরো সিরিজে পিচ মোটেও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সঠিক ছিল না। আমার মনে হয় আইসিসির পিচের দিকে নজর দেওয়া উচিৎ। শুধু এই সিরিজে নয়, সর্বত্রই এটা দেখা প্রয়োজন যাতে পিচ পাঁচ দিনের ক্রিকেটের সহায়ক হয়।’’

অমরনাথ এটাও মনে করছেন, এই অভিজ্ঞতা থেকে ভারত তাদের প্রস্তুতির বিষয়েও অন্যরকম ভাবে ভাবতে শিখবে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশে খেলতে যাওয়ার আগে ব্যাটিং অনুশীলনকে আরও ভাল করতে হবে বলেই মনে করেন অমরনাথ। পাশাপাশি তিনি কোহালির প্রশংসা করতেও ভোলেননি। কোহালিই এই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন। সেঞ্চুরিও এসেছে তাঁর ব্যাট থেকে। তাঁর পরেই রয়েছেন হার্দিক পাণ্ড্য।

Advertisement

আরও পড়ুন
অবিশ্বাস্য আউট! সন্দেহজনক ম্যাচ ঘিরে তদন্ত আইসিসির

অমরনাথ বলেন, ‘‘আমি সব সময়ই ভারতের বোলিং নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম। ব্যাটিংকেই যে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সেটাও জানতাম। ব্যাটসম্যানদের বিরাটের পথে হেঁটেই সাফল্য তুলে আনতে হবে।’’ ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন অমরনাথ। ৪৩৭৮ টেস্ট রান রয়েছে তাঁর দখলে। রয়েছে ১১টি সেঞ্চুরি। বিরাট সম্পর্কে তিনি আরও বলেন, ‘‘ও জাত প্লেয়ার। টেমপারামেন্ট, টেকনিক ও স্পিরিট সঙ্গে আক্রমণাত্মক মনোভাব, সবই রয়েছে।’’

বোলারদের প্রশংসাও শোনা গেল অমরনাথের মুখে। প্রতি টেস্টে দক্ষিণ আফ্রিকার ২০টি উইকেট তুলে নিয়েছিল ভারতের বোলাররা। মহম্মদ শামির সিরিজ শেষে উইকেট ১৫, বুমরার ১৪ ও ভুবনেশ্বর কুমারের ১০। অমরনাথ বলেন, ‘‘দুই ম্যাচে ভুবনেশ্বর দারুণ খলেছে। বোলিংয়ের সঙ্গে ব্যাট হাতেও ভরসা দিয়েছে। শামিও অসাধারণ।’’ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজ। টেস্ট সিরিজ হারের পর ওয়ান ডে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া বিরাট কোহালি অ্যান্ড ব্রিগেড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement