Vekatraman Ganeshan

১১ বছর পর জাতীয় দলে ফিরলেন এই তামিল ক্রিকেটার

সৌরভ গঙ্গোপাধ্যায় খেকে হরভজন সিংহ প্রত্যেকেই রাজকীয় প্রত্যাবর্তনে ফিরে এসেছেন ক্রিকেট মাঠে। কিন্তু ক্রিকেটকে বিদায় জানানোর ১১ বছর পর আবারও জাতীয় দলের জার্সি গায়ে চাপান সম্ভব!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুন ২০১৭ ১৯:৫৪
Share:

এক রাশ স্বপ্ন চোখে গণেশন। ছবি: সংগৃহীত

এ ভাবেও ফিরে আসা যায়! ১১ বছর অন্ধকারে থেকেও জায়গা করে নেওয়া যায় জাতীয় দলে। প্রত্যাবর্তন ইতিহাসে একের পর এক তাক লাগান প্রত্যাবর্তন দেখেছে ক্রীড়াজগত। সৌরভ গঙ্গোপাধ্যায় খেকে হরভজন সিংহ প্রত্যেকেই রাজকীয় প্রত্যাবর্তনে ফিরে এসেছেন ক্রিকেট মাঠে। কিন্তু ক্রিকেটকে বিদায় জানানোর ১১ বছর পর আবারও জাতীয় দলের জার্সি গায়ে চাপান সম্ভব! অবাক লাগলেও উত্তরটা হ্যাঁ। এই অভাবনীয় ঘটনাটির নেপথ্যে যিনি, তাঁর নাম ভেঙ্কটরমণ গণেশন।

Advertisement

আরও পড়ুন: ডিআরএস নিয়ে আবারও সরব ক্যাপ্টেন কুল

২০০৬ পর্যন্ত তামিল এই ক্রিকেটারটি খেলেছেন বর্তমানে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য রবিচন্দ্রন অশ্বিন, দিনেশ কার্তিক, মুরলি বিজয়ের মত ক্রিকেটারদের সঙ্গে। তামিলনাডুর হয়ে অশ্বিনদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করাছিল গণেশনের নিত্যদিনের ঘটনা।এরপর গঙ্গা দিয়ে বয়ে গেছে বহু জল। গণেশনের সতীর্থরা বহুদিন ধরেই স্থায়ী জায়গা করে নিয়েছেন ভারতীয় দলের অন্দরমহলে। কিন্তু হারিয়ে গিয়েছিলেন গণেশন। অন্যতম প্রতিশ্রুতিমান ক্রিকেটারটি হারিয়ে গিয়েছিলেন পরিবারের দায়িত্ব সামলাতে গিয়ে। ২০১২ সালে আইটি ইঞ্জিনিয়ার হিসাবে জার্মানিতে পারিদেয় গণেশন। তবে নিজের কাজের মাঝেও ফুটবল প্রধান জার্মানির বিভিন্ন ক্লাবে ক্রিকেট খেলে বেড়ান ভেঙ্কটরমণ। লোকাল ক্লাব ক্রিকেটে গণেশনের পারফরম্যান্স ছিল লক্ষনীয়। আর এরই ফল স্বরুপই জার্মানীর জাতীয় দলের সুযোগ পেলেন এই ভারতীয়। ১১ই জুন থেকে নেদারল্যান্ডে হতে চলা আইসিসি ওয়ান ডিভিসান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জার্মানির হয়ে জাতীয় দলে সুযোগ পালেন ভেঙ্কটরমন। জাতীয় দলের অংশ হতে পেরে খুশি তিনিও। এ দিন গণেশন বলেন, “আমি কখনই এত বড় সুযোগের আশা করিনি। এই সুযোগ পেয়ে আমি ভাষাহীন। প্রচন্ড খুশি এবং উত্তেজিত। এই টুর্নামেন্ট জার্মান ক্রিকেটকে আরও ভালো ভাবে তুলে ধরার জন্য আমি বদ্ধপরিকর।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন