আন্দ্রে পির্লো। ছবি: পির্লোর টুইটার।
অবসর নেবেন আগেই জানিয়েছিলেন। কিন্তু সময়টা জানাননি। সোমবার হঠাৎই সেই অবসর ঘোষণা করে দিলেন ইতালির তারকা ফুটবলার আন্দ্রে পির্লো। ৩৮ বছরের প্রাক্তন এই জুভেন্তাস তারকা খেলেছেন ইন্টারমিলান, এসি মিলান-এর মতো ক্লাবের হয়ে। অবসর ঘোষণার আগের দিনই বর্তমান ক্লাব নিউইয়র্ক সিটির হয়ে খেলেছেন কলোম্বাস ক্রিউয়ের বিরুদ্ধে।
পির্লোর ঝুলিতে রয়েছে বিশ্ব্কাপ, দুটো চ্যাম্পিয়ন্স লিগ এবং ছ’টি সিরি ‘এ’ ট্রফি। নিজের টুইটার হ্যান্ডলে পির্লো লেখেন, ‘‘নিউইয়র্কেই শুধু আমার অ্যাডভেঞ্চার শেষ হল এমনটা নয় ফুটবল প্লেয়ার হিসেবেই আমার চলা শেষ হল।’’
আরও পড়ুন
মোদীকে শুভেচ্ছার চিঠি ফিফা প্রেসিডেন্টের
তিনি আরও লেখেন, ‘‘আমি ধন্যবাদ জানাতে চাই আমার পরিবার, আমার সন্তানদের। যারা আমার পাশে থেকেছে সব সময়। সেই সব দল যাদের হয়ে আমার খেলার সৌভাগ্য হয়েছে। সব প্লেয়ারদের যারা আমার সঙ্গে খেলেছে। সবাই মিলেই আমার ফুটবল জীবনকে অসাধারণ করে তুলেছিল। সবার শেষে ধন্যবাদ জানাতে চাই সব সমর্থকদের যারা সব সময় আমাকে সমর্থন করে গিয়েছে। তোমরা সব সময় আমার হৃদয়ে থাকবে।’’
আগেই পির্লো জানিয়ে দিয়েছিলেন এটাই তাঁর শেষ মরসুম। কিন্তু শেষ ম্যাচে হেরেই থামতে হল। পির্লো বিখ্যাত ছিলেন তাঁর ফ্রিকিকের জন্য। সঙ্গে তাঁকে আর্কিটেক্ট বলা হত। কারণ তিনি ছিলেন প্লে মেকার।
আন্দ্রে পির্লোর টুইট
আন্দ্রে পির্লোর টুইট (_)
আন্দ্রে পির্লোর টুইট (_)