চেলসির নতুন ম্যানেজার অ্যান্তনিও কোঁতে

তিন বছরের চুক্তিতে চেলসির নতুন ম্যানেজার হলেন অ্যান্তনিও কোঁতে। ৪৬ বছরের প্রাক্তন এই জুভেন্তাস কোচ ২০১৪ আগস্টে দায়িত্ব নিয়েছিল ইতালি জাতীয় দলের। এবার আবার নতুন ঠিকানায় তিনি। সোমবারই চেলসির তরফে ঘোষণা করা হল তাঁর নাম। বহুদিন ধরেই নানা জল্পনা চলছিল চেলসি কোচ নিয়ে। শেষ পর্যন্ত সব জল্পনার শেষ হল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৬ ২০:০০
Share:

তিন বছরের চুক্তিতে চেলসির নতুন ম্যানেজার হলেন অ্যান্তনিও কোঁতে। ৪৬ বছরের প্রাক্তন এই জুভেন্তাস কোচ ২০১৪ আগস্টে দায়িত্ব নিয়েছিল ইতালি জাতীয় দলের। এবার আবার নতুন ঠিকানায় তিনি। সোমবারই চেলসির তরফে ঘোষণা করা হল তাঁর নাম। বহুদিন ধরেই নানা জল্পনা চলছিল চেলসি কোচ নিয়ে। শেষ পর্যন্ত সব জল্পনার শেষ হল। চেলসির ওয়েব সাইটে কোঁতে বলেছেন, ‘‘আমি খুশি শেষ পর্যন্ত ঘোষণাটা হল। এখন সবটাই ক্লিয়ার হয়ে গেল। আর কোনও জল্পনা থাকল না।’’ ইউরোর পরেই চেলসির দায়িত্ব নেবেন তিনি। আপাতত কোঁতে ইতালিকে ইউরো চ্যাম্পিয়ন করার লক্ষ্যেই এগোতে চান। বলেন, ‘‘আমি আপাতত নিজের কাজেই ফোকাস রাখতে চাইছি। চেলসি নিয়ে বাকি কথা ইউরোর পরেই বলব।’’ জুনেই শুরু হবে ইউরো।

Advertisement

তবে চেলসিতে তাঁর নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বসিত ইতালির কোচ। বলেন, ‘‘আমি খুশি চেলসির সঙ্গে কাজ করতে পারব ভেবে। আমি গর্বিত জাতীয় দলের কোচিং করিয়ে। এর পরে চেলসির কোচের দায়িত্বটাই নেওয়া যায়। এখনও কোচহীন চেলসি। গত ডিসেম্বরে হোসে মোরিনহোর বিদায় ঘটার সঙ্গেই নতুন কোচ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। বাকি মরশুমের জন্য গাস হিডিঙ্ককে দায়িত্ব দেওয়া হয়। তার পর থেকে অবশ্য ১৬টি ম্যাচ খেলে ৯টিতেই হেরেছে চেলসি। মরশুম শেষ হচ্ছে ট্রফি ছাড়া।

আরও খবর

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের জয়ে নাচে মাতলেন বোল্ট, পোস্ট করলেন ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement