Football

কেরল কাঁটা নিয়ে ভাবছেন না হাবাস

আইএসএলে দুই স্পেনীয় কোচের লড়াই দেখার অপেক্ষায় ফুটবলভক্তরা।

Advertisement

সংবাদ সংস্থা

মারগাও শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ১৯:৪৭
Share:

কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচের জন্য এটিকে-মোহনবাগানকে তৈরি করছেন হাবাস।

২০ তারিখ থেকে শুরু হচ্ছে আইএসএল। প্রথম ম্যাচে এটিকে-মোহনবাগানের সামনে কেরল ব্লাস্টার্স। এটিকে-মোহনবাগানের কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস। কেরল ব্লাস্টার্সের রিমোট কন্ট্রোল কিবু ভিকুনার হাতে। গতবারের আইএসএলে হাবাসের কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে এটিকে। কিবুর হাত ধরে আই লিগ জিতেছে মোহনবাগান।

Advertisement

দুই স্পেনীয় কোচের লড়াই দেখার অপেক্ষায় ফুটবলভক্তরা। মাঠে বল গড়ানোর আগে প্রতিপক্ষ কোচ সম্পর্কে হাবাস বলছেন, ‘‘গতবারের মরসুম ভাল কেটেছিল কিবুর। আই লিগ জিতেছিলেন। আমি আইএসএল জিতেছিলাম। এর বেশি কিছু বলতে চাননি হাবাস।’’

প্রথম ম্যাচের পরেই কিন্তু রক্তের গতি বাড়িয়ে দেওয়া সেই ম্যাচ। আইএসএলের ইতিহাসে প্রথম ডার্বি ম্যাচ। কতটা প্রস্তুত এটিকে-মোহনবাগান? নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন আইএসএলের ইতিহাসে সবচেয়ে সফল কোচ।

Advertisement

যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে মোহনবাগানের কাট আউট।

তিনি বলছেন, ‘‘করোনা পরিস্থিতিতে নানাধরনের নিয়মের জন্য যে রকম প্রস্তুতি নেওয়ার দরকার ছিল, সেই প্রস্তুতি আমরা নিতে পারিনি। ফুটবলারদের যতদিন মাঠে নেমে ট্রেনিং দেওয়ার দরকার ছিল তা পারিনি। অনুশীলন ম্যাচ খেলার সুযোগ ছিল না। তবে এটা অজুহাত নয়। সব দলেরই প্রায় একই অবস্থা। আমি চোটের ভয় পাচ্ছি। এত কম সময়ের অনুশীলনের পরে মাঠে টুর্নামেন্ট খেলতে নামলে ফুটবলারদের চোটআঘাত লাগার সম্ভাবনা থেকেই যায়।’’

আরও পড়ুন: অস্ট্রেলিয়া দলে স্মিথ-ওয়ার্নার থাকলেও বড় প্রভাব পড়বে না, বললেন পূজারা

গত বার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে একটি ম্যাচও জিততে পারেনি হাবাসের এটিকে। কেরলের বিরুদ্ধে গতবারের ফলাফল নিয়ে ভাবতে রাজি নন হাবাস। তিনি বলছেন, ‘‘গতবারের হারের কথা মনে করতে চাই না। মাঠে নামার আগে মনে করতে চাই প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার কথা। কেরলের সঙ্গে ফাইনালে কী হয়েছিল, তা সবারই জানা।’’

আইএসএল জ্বরে আক্রান্ত কলকাতা। রাজপথে ইস্টবেঙ্গল ফুটবলারদের কাট আউট।

প্রথম বারের ফাইনালে কেরলকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে।এ বার কেরলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু করছেন হাবাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন