পাকিস্তান নিয়ে অনুরাগের ‘না’

উরি কাণ্ডের জেরে অনুরাগ ঠাকুর জানিয়ে দিলেন, অদূর ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক পুনর্গঠনের কোনও সম্ভাবনাই নেই। বিজেপির একটি বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এ দিন বলেছেন, ‘‘যা হয়েছে, তার পর এটা নিয়ে ভাবাও অন্যায়।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৫৯
Share:

অনুরাগ ঠাকুর।

উরি কাণ্ডের জেরে অনুরাগ ঠাকুর জানিয়ে দিলেন, অদূর ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক পুনর্গঠনের কোনও সম্ভাবনাই নেই। বিজেপির একটি বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এ দিন বলেছেন, ‘‘যা হয়েছে, তার পর এটা নিয়ে ভাবাও অন্যায়।’’ এ দিকে, ভারত-নিউজিল্যান্ড সিরিজ চলাকালীন টিভি বিশেষজ্ঞ হিসেবে একটি চ্যানেলে শো করতে আসার কথা ছিল শোয়েব আখতারের। কিন্তু প্রাক্তন পাকিস্তানি পেসার এখনও ভারতে আসার ভিসা পাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement