Diego Maradona

লিয়ো মেসিদের নতুন জার্সি প্রকাশ করে প্রয়াত দিয়েগো মারাদোনাকে শ্রদ্ধা জানাল আর্জেন্তিনা

লিয়োনেল মেসির গায়ে সেই জার্সির ছবি দেখে উত্তাল নেটমাধ্যম। তৎক্ষণাৎ ছবি ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২১ ১৭:২৬
Share:

মেসিদের জার্সিতে এল বদল ফাইল ছবি

প্রয়াত দিয়েগো মারাদোনাকে শ্রদ্ধা জানাতে নতুন জার্সি প্রকাশ করল আর্জেন্তিনা। লিয়োনেল মেসির গায়ে সেই জার্সির ছবি দেখে উত্তাল নেটমাধ্যম। তৎক্ষণাৎ ছবি ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisement

নীল-সাদা রংয়েই আর্জেন্তিনার জার্সি তৈরি হয়েছে। কিন্তু নকশায় বদল আনা হয়েছে। পিছনে জার্সি সংখ্যার উপরে মারাদোনার বিশ্বকাপ ধরে থাকার ছবি থাকছে। জানা গিয়েছে, আসন্ন কোপা আমেরিকা এবং কাতার বিশ্বকাপে এই জার্সি পরেই খেলবে আর্জেন্তিনা।

দু’দিন আগে জাপানের অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে আর্জেন্তিনার অনূর্ধ্ব-২৩ দলের খেলায় প্রথম বার এই জার্সি সামনে আসে। সেদিন মারাদোনা ছাড়াও প্রয়াত কোচ আলেহান্দ্রো সাবেয়া এবং লিয়োপোল্দো জাসিন্তো লুকেকেও শ্রদ্ধা জানানো হয়।

Advertisement

অনূর্ধ্ব-২৩ দলের কোচ ফার্নান্দো বাতিস্তা বলেছেন, “দিয়েগো মারাদোনা আমাদের সবার আদর্শ। প্রথম দল হিসেবে টি-শার্টের সাহায্যে ওঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে সবাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement