Arjun Erigaisi

ফ্রিস্টাইল গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে অর্জুন, চলছে ভারতীয় দাবার শাসন

বিশ্বের এক নম্বরকে হারালেও খেতাব জয়ের লড়াই থেকে ছিটকে গেলেন প্রজ্ঞা। অর্জুন জেতেন ১.৫-০.৫ ফলে। পাশাপাশি প্রজ্ঞা হারেন হাড্ডাহাড্ডি লড়াই করার পরে ৩-৪ ফলে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ০৭:১১
Share:

দুরন্ত: ছন্দ ধরে রেখে কি খেতাব জিততে পারবেন অর্জুন? —ফাইল চিত্র।

ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দাবার গ্র্যান্ড স্ল্যাম ট্যুরে আগের দিনই চমকে দিয়েছিলেন আর. প্রজ্ঞানন্দ। এ বার আর এক ভারতীয় দাবাড়ু অর্জুন এরিগাইসি নজির গড়লেন এই প্রতিযোগিতারই শেষ চারে উঠে। তবে বিশ্বের এক নম্বরকে হারালেও খেতাব জয়ের লড়াই থেকে ছিটকে গেলেন প্রজ্ঞা। অর্জুন জেতেন ১.৫-০.৫ ফলে। পাশাপাশি প্রজ্ঞা হারেন হাড্ডাহাড্ডি লড়াই করার পরে ৩-৪ ফলে।

উজ়বেকিস্তানের নদিরবেক আবদুসাত্তোরোভকে হারান অর্জুন। কিন্তু প্রজ্ঞানন্দ হারেন আমেরিকার ফাবিয়ানো কারুয়ানার কাছে। শেষ চারে অর্জুন খেলবেন লেভন অ্যারোনিয়ানের বিরুদ্ধে, পাশাপাশি হ্যানস নিয়েমেনের প্রতিপক্ষ কারুয়ানা। বিশ্বের ৫ নম্বর অর্জুন প্রথম ভারতীয় হিসেবে এই প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠার কৃতিত্ব দেখালেন। তিনি প্রথম র‌্যাপিড গেমটি জেতেন এবং দ্বিতীয় গেমটি ড্র করেন। তাঁর ভয়ডরহীন খেলার ধরন নজর কেড়েছে দাবা দুনিয়ার। বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ, প্রজ্ঞার পাশাপাশি অর্জুন নিশ্চিত করছেন দাবা বিশ্বে ভারতীয়দের শাসন। নতুন এই প্রতিযোগিতাতেও তা স্পষ্ট। এই মরসুমে অর্জুন ইতিমধ্যেই দুরন্ত ধারাবাহিকতা দেখিয়েছেন। কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে তিনি আগেই ২৮০০ রেটিং স্পর্শ করার কৃতিত্বও দেখিয়েছেন।

হতাশা: খেতাবি লড়াইয়ে থাকতে পারলেন না প্রজ্ঞা। —ফাইল চিত্র।

দাপট হাম্পিদের: মেয়েদের ফিডে বিশ্বকাপে শেষ আটে উঠে ইতিহাস গড়লেন ভারতের কনেরু হাম্পি, ডি হারিকা, আর. বৈশালী ও দিব্যা দেশমুখ। প্রথম দেশ হিসেবে ভারতের চার জন দাবাড়ু এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠল। এ বার প্রথম তিনে শেষ করার লক্ষ্যে লড়াই ভারত ও চিনের। প্রথম তিনে শেষ করলে মিলবে ২০২৬ ক্যান্ডিডেটসে যোগ্যতা অর্জনের সুযোগ। হাম্পি ও বৈশালীর সামনে এ বার যথাক্রমে চিনের সং উজিন ও তান জংগেই। দিব্যার প্রতিপক্ষ হারিকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন