আর্সেনাল বাতিল করলেও কোচিং করবেন ওয়েঙ্গার

নিজের ভবিষ্যৎ নিয়ে আরও জল্পনা বাড়িয়ে দিলেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। সোমবার এফ এ কাপের শেষ ষোলোয় আর্সেনালের সামনে সাটন ইউনাইটেড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৩১
Share:

ওয়েঙ্গারের ওপর চাপ বাড়ছে।

নিজের ভবিষ্যৎ নিয়ে আরও জল্পনা বাড়িয়ে দিলেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার।

Advertisement

সোমবার এফ এ কাপের শেষ ষোলোয় আর্সেনালের সামনে সাটন ইউনাইটেড। তার আগে সাংবাদিক সম্মেলনে আর্সেনালের ফরাসি ম্যানেজার জানিয়ে দিলেন, আগামী মরসুমেও তিনি কোচিং করিয়ে যাবেন। অবসর নেবেন না। ওয়েঙ্গার বলছেন, ‘‘পরের মরসুমেও আমি কোচিং করিয়ে যাব। সে আর্সেনালে হোক বা বাইরে কোথাও। মার্চ বা এপ্রিলেই সিদ্ধান্ত নেব। এখনই কিছু বলতে পারছি না।’’

ওয়েঙ্গারের এ রকম মন্তব্যের পরেই বেড়ে গিয়েছে ধোঁয়াশা। আদৌ তিন বার প্রিমিয়ার লিগে জয়ী ম্যানেজার আগামী মরসুমে আর্সেনাল কোচ থাকবেন কি না সেটা নিয়েই উঠেছে প্রশ্ন। তবে আর্সেনাল ভক্তদের এক প্রকার সতর্কবার্তাও পাঠিয়ে দিচ্ছেন আর্সেনাল ম্যানেজার। প্রশ্ন তুলছেন ঠিক কোন যুক্তিতে তাঁকে সরতে বলা হচ্ছে। ‘‘এমন নয় যে, আমি আসার আগে ক্লাব পাঁচটা ইউরোপিয়ান কাপ জিতেছে। আমি ক্লাব ছাড়ার পরেও প্রতিটা ম্যাচ জিতবে না তারা,’’ বলছেন আর্সেনাল ম্যানেজার। সঙ্গে যোগ করেন, ‘‘আমাদের আসল সমস্যাগুলোর দিকে তাকানো উচিত। কী ভাবে আমরা খেলছি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার ভবিষ্যতের থেকে।’’

Advertisement

ওয়েঙ্গারের উত্তরসূরি হিসাবে ইতিমধ্যেই অনেক নাম উঠছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, আর্সেনালের পরের ম্যানেজার হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন রাফায়েল বেনিতেজ।

জিতল ম্যান ইউনাইটেড: ইউরোপা লিগের শেষ ষোলোয় ওঠার যুদ্ধে এক পা বাড়িয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার রাতে প্রথম পর্বে সঁ এতিয়েনকে ৩-০ হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। হ্যাটট্রিক করেন জ্লাটান ইব্রাহিমোভিচ। নতুন ক্লাবের হয়ে প্রথম হ্যাটট্রিক করে ইব্রাহিমোভিচ বলছেন, ‘‘আমি ফুটবলের ইন্ডিয়ানা জোন্স।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন