Khela News

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে অশ্বিন-জাডেজা

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিল টিম কোহালি। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজাকে তরতাজা রাখতেই আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড। অশ্বিন-জাডেজার বদলে দলে এসেছেন অমিত মিশ্র ও পরভেজ রসুল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৭ ১৬:৫৩
Share:

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিল টিম কোহালি। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজাকে তরতাজা রাখতেই আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড। অশ্বিন-জাডেজার বদলে দলে এসেছেন অমিত মিশ্র ও পরভেজ রসুল। তৃতীয় স্পিনার হিসাবে দলে এসেছেন য়ুজবেন্দ্র চাহাল।

Advertisement

লেগ স্পিনার অমিত মিশ্র ওয়ান ডে সিরিজে দলে থাকলেও একটা ম্যাচেও খেলার সুযোগ পাননি। তবে রঞ্জি ট্রফিতে পরভেজ রসুলের পারফরম্যান্স ছিল সাড়াজাগানো। ৩৮টি উইকেট ছাড়াও ব্যাটিং গড় ছিল ৩৯।

টি-টোয়েন্টি-র জন্য ভারতীয় দল

Advertisement

লোকেশ রাহুল, মনদীর সিংহ, বিরাট কোহালি, এম এস ধোনি, যুবরাজ সিংহ, সুরেশ রায়না, ঋষভ পন্থ,
হার্দিক পাণ্ড্য, অমিত মিশ্র, য়ুজবেন্দ্র চাহাল, মণীশ পাণ্ডে, যশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, আশিস নেহরা।

আরও পড়ুন

কেদারের লড়াইও মুছতে পারল না একুশ বছর আগের অভিশপ্ত রাত

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করা হয়। তাতে রাখা হয়নি ওই দুই তারকা স্পিনারকে। এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, টিম ম্যানেজমেন্টের পরামর্শেই অশ্বিন ও ডাজেজাকে বিশ্রামে পাঠানো হয়েছে। ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তরতাজা অশ্বিন-জাডেজাকে চায় টিম কোহালি। তা ছাড়া, ঘরের মাঠে ক্রিকেট মরসুমের শুরু থেকেই খেলছেন তাঁরা। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ৩-০ জেতার পর ওয়ান ডে-তে একই ভাবে বিশ্রামে পাঠানো হয়েছিল তাঁদের। সে সময়ও ইংল্যান্ড সিরিজের জন্য টিম ম্যানেজমেন্ট তাঁদের বিশ্রাম দিয়েছিলেন।

আরও পড়ুন

সিরিজের সেরা প্রাপ্তি কেদার, বলছেন সৌরভ

টেস্ট সিরিজে বল হাতে ম্যাজিক দেখালেও ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে-তে একেবারেই ব্যর্থ অশ্বিন। ইংলিশদের বিরুদ্ধে পাঁচ টেস্টে অশ্বিনের সংগ্রহ ছিল ২৮টি উইকেট। তবে গত তিনটি ওয়ান ডে-তে তিনি মোটে ৩টি উইকেট পান। অন্য দিকে, ইংল্যান্ড সিরিজে ২৬টি উইকেট শিকারী জাডেজা ওয়ান ডে সিরিজে নিয়েছেন মাত্র চারটি উইকেট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন