অশ্বিন ফের এক নম্বরের সিংহাসনে

ইনদওরের ম্যাচে ১৪০ রানে ১৩ উইকেট নেওয়ার সুবাদে নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার পরের দিনই রবিচন্দ্রন অশ্বিন আইসিসি টেস্ট বোলারদের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন।

Advertisement
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৬ ০৪:২৭
Share:

ইনদওরের ম্যাচে ১৪০ রানে ১৩ উইকেট নেওয়ার সুবাদে নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার পরের দিনই রবিচন্দ্রন অশ্বিন আইসিসি টেস্ট বোলারদের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন।

Advertisement

ভারতের ৩-০ সিরিজ জয়ের মূল কারিগর অশ্বিন ২৭ উইকেট নিয়ে ম্যান অব দ্য সিরিজ হন। ভারতীয় অফস্পিনারের ঝুলিতে এখন মোট টেস্ট উইকেট ২২০। ৩৯ টেস্ট খেলা যে কোনও বোলারের ক্ষেত্রে সর্বাধিক। ২০১৫-এ অশ্বিন বিশ্বের এক নম্বর টেস্ট বোলার হিসেবে মরসুম শেষ করলেও ইনদওর টেস্ট শুরুর আগে র‌্যাঙ্কিংয়ে তিন নম্বর ছিলেন। দুই পেসার ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন এবং ডেল স্টেইনের পরে।

এক নম্বরের সিংহাসনে প্রত্যাবর্তনের পাশাপাশি গত ১৬ বছরের মধ্যে আইসিসি টেস্ট বোলারদের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে মাত্র ষষ্ঠ প্লেয়ার হিসেবে ৯০০ র‌্যাঙ্কিং পয়েন্ট স্পর্শ করার কৃতিত্বও অর্জন করেন অশ্বিন। মুরলীধরন, ম্যাকগ্রা, ফিল্যান্ডার, স্টেইন ও শন পোলকের পরে। টেস্ট ব্যাটসম্যানদের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে অজিঙ্ক রাহানে ইনদওরে ১৮৮ রান করার সুবাদে তার কেরিয়ার সেরা ছয় নম্বরে উঠে এসেছেন। একই টেস্টে পূজারা ১০১ নটআউট ও বিরাট কোহালি ২১১ রান করায় বিশ্ব র‌্যাঙ্কিংয়ে যথাক্রমে ১৪ ও ১৬ নম্বরে উঠে এসেছেন। এ দিকে, নিউজিল্যান্ডকে ভারত হোয়াইটওয়াশ করায় পাকিস্তান আসন্ন সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ হারালেও এক নম্বরে উঠতে পারবে না।

Advertisement

অতএব আইসিসির গদা আপাতত কোহালির হাতে সুরক্ষিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement