নতুন অস্ত্রে চমক দিতে চান অশ্বিন

আইপিএলে তিনি খেলেননি। দু’মাস বিশ্রাম ছিলেন। ইংল্যান্ডে যাওয়ার আগে তাই তিনি এখন অনেক তরতাজা। চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানে রওয়া হওয়ার ঠিক আগে ভারতীয় অফস্পিনার আর অশ্বিন জানিয়ে দিচ্ছেন, তাঁর আস্তিনে এ বার বেশ কয়েকটা লুকনো তাস থাকবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মে ২০১৭ ০৯:৫০
Share:

রহস্য: বোলিংয়ে আরও বৈচিত্র আনার লক্ষ্যে অশ্বিন। ছবি: পিটিআই।

আইপিএলে তিনি খেলেননি। দু’মাস বিশ্রাম ছিলেন। ইংল্যান্ডে যাওয়ার আগে তাই তিনি এখন অনেক তরতাজা। চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানে রওয়া হওয়ার ঠিক আগে ভারতীয় অফস্পিনার আর অশ্বিন জানিয়ে দিচ্ছেন, তাঁর আস্তিনে এ বার বেশ কয়েকটা লুকনো তাস থাকবে। যা এ বার দেখা যাবে ইংল্যান্ডের মাটিতে।

Advertisement

মুম্বইয়ে একটি অনুষ্ঠানে এসে বুধবার অশ্বিন বলেন, ‘‘আশা করছি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কয়েকটা চমক দেখাতে পারব। সে ভাবেই তৈরি হয়েছি। ইংল্যান্ডে আমাদের দু’টো ওয়ার্ম আপ ম্যাচ খেলতে হবে। মনে হয় ওই দু’টো ম্যাচেই বুঝে যাব, আমি কতটা প্রস্তুত।’’

ঠিক কী রকম চমক দেখা যেতে পারে অশ্বিনের বোলিংয়ে? ভারতীয় অফস্পিনার কিছু ভেঙে না বললেও তিনি যে বৈচিত্রের ওপর গুরুত্ব দেবেন, সেই ইঙ্গিতটা দিয়েছেন। ‘‘সব কিছু নির্ভর করবে আপনি কতটা বৈচিত্র আনতে পারবেন বোলিংয়ে, তার ওপর। সে জন্যই প্র্যাকটিস ম্যাচ দু’টোয় যা পরীক্ষা করার করে নিতে চাই। আশা করছি, টিমকে নতুন কিছু দিতে পারব,’’ বলেছেন অশ্বিন।

Advertisement

ওয়ানডে টুর্নামেন্টে নামার আগে কী ভাবে প্রস্তুতি নেন, সেটাও বলেছেন। অশ্বিনের কথায়, ‘‘আমি সব সময় ধরে নিই একেবারে পাটা উইকেট হবে। সে ভাবেই নিজেকে তৈরি করি। আপনাকে যে কোনও রকম চ্যালেঞ্জের জন্য তৈরি থাকতে হবে।’’ প্রতিটা ম্যাচে সফল হওয়ার চাপ কী ভাবে সামলান? অশ্বিন বলছেন, ‘‘একটা একটা করে ম্যাচ নিয়ে আমি ভাবি। সে ভাবেই আমি খেলি। আর আমার মনে হয় সে ভাবেই সাফল্য আসে।’’

আরও পড়ুন: রোহিতের জীবনের কঠিনতম ছ’মাসের কথা শোনালেন তাঁর স্ত্রী

ওয়ানডে ক্রিকেটে যে ভাবে নিয়ম বদলেছে, তার সঙ্গে মানিয়ে নেওয়াটা খুব দরকার বলে মনে করেন অশ্বিন। ৩০ গজ বৃত্তের বাইরে চার ফিল্ডার বা দু’টো নতুন বলে বোলিং— এ সব নিয়মের সময় তিনি নিজের খেলায় বদল এনেছেন। ‘‘খেলাটার নিয়ম যখন বদলে যায়, তখন নিজেকেও বদলে ফেলতে হয়। সব সময় একই ধরনের বল করে গেলে তো আর হবে না। পরিস্থিতির সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হবে,’’ অশ্বিনের সাফ কথা। তিনি এও বলে দিচ্ছেন, ‘‘আমার মাথায় এ ব্যাপারটা সব সময় থাকে। চেষ্টা করি নিজের খেলায় বৈচিত্র আনার।’’

বিশ্রামে যাওয়ার আগে ভারতের হয়ে টেস্ট সিরিজে যথেষ্ট সফল হয়েছিলেন অশ্বিন। যে ফর্মে দেখতে তাঁকে দেখতে অভ্যস্ত ভক্তকূল, ঠিক সেটাই উপহার দিয়েছিলেন। যে প্রসঙ্গে বিরাট কোহালির দলের অন্যতম সেরা ম্যাচ উইনার বলছেন, ‘‘এখন ব্যাপারটা কেমন অপার্থিব লাগছে। নিজের সেরাটা মাঠে নিংড়ে দেওয়ার ফল পেয়েছি। এখন সেই অভিজ্ঞতাটা ইংল্যান্ডে কাজে লাগাতে চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন