মহেন্দ্র সিংহ ধোনি। ফাইল চিত্র।
ফের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ৬৯৬ দিন পর! আফগানিস্তানের বিরুদ্ধে সুপার ফোরে ভারতের শেষ ম্যাচে ক্রিকেটমহলকে অবাক করে টস করতে গেলেন তিনি।
এশিয়া কাপে ভারতের অধিনায়ক হলেন রোহিত শর্মা। জাতীয় নির্বাচকরা বিশ্রাম দিয়েছিলেন বিরাট কোহালিকে। রোহিতের ডেপুটি হলেন শিখর ধওয়ন। কিন্তু, মঙ্গলবার রোহিত ও ধওয়ন, দুই জনই খেলছেন না। তাই নেতৃত্বে দেখা গেল ধোনিকে।
অধিনায়ক হিসেবে এটা আবার ধোনির ২০০তম ম্যাচ। তবে এদিন টস জিততে পারলেন না তিনি। আফগানিস্তান অধিনায়ক আসঘর আফগান টস জিতে নিলেন ব্যাটিং। ধোনি বললেন, “এটা কপালে ছিল যে ২০০ ম্যাচে দলকে নেতৃত্ব দেব।”
আরও পড়ুন: দলে পরিবর্তন নিশ্চিত, যে ১১ জনকে আজ মাঠে নামাতে পারে ভারত
আরও পড়ুন: নতুন টিজার প্রকাশ করে জল্পনা বাড়িয়ে দিলেন বিরাট
ভারত এদিন প্রথম এগারোয় বেশ কিছু পরিবর্তন করেছে। রোহিত-ধওয়ন ছাড়াও বিশ্রাম দেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা ও যুজভেন্দ্র চহালকে। পরিবর্তে দলে এসেছেন লোকেশ রাহুল, মণীশ পাণ্ডে, দীপক চাহার, সিদ্ধার্থ কউল ও খলিল আহমেদ। এদিনই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল পেসার দীপক চাহারের। প্রধান কোচ রবি শাস্ত্রী তাঁর হাতে টিম ইন্ডিয়ার টুপি তুলে দিলেন।
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি।ক্রিকেট খেলারসব আপডেট আমাদেরখেলাবিভাগে।)