Asia Cup

Asia Cup: করোনার গ্রাসে এশিয়া কাপ ক্রিকেট, বাতিল হতে পারে ভারতের শ্রীলঙ্কা সফরও

এশিয়া কাপ বাতিলের পর আগামী জুলাই মাসে ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও প্রশ্ন উঠে গেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ মে ২০২১ ২১:১৩
Share:

ফিরে দেখা। ২০১৮ সালে এশিয়া কাপ হাতে তুলছে রোহিত শর্মার ভারত। ফাইল চিত্র

করোনা পরিস্থিতির জন্য বাতিল হয়ে গেল এশিয়া কাপশ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফ থেকে এমন ঘোষণা করা হয়েছে। পাকিস্তানে এশিয়া কাপ আয়োজনের কথা থাকলেও ভারতের সেখানে খেলতে যাওয়ার ব্যাপারে তীব্র আপত্তি ছিল। সেই জন্য আগামী জুন মাসে শ্রীলঙ্কাতে এই প্রতিযোগিতা সরিয়ে এনেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে শেষ পর্যন্ত এই প্রতিযোগিতা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল। ফলে এশিয়া কাপ বাতিলের পর আগামী জুলাই মাসে ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও প্রশ্ন উঠে গেল।

Advertisement

কোভিডের দাপট কম হলে চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হতে পারে। সেই জন্য এই প্রতিযোগিতা টি-টোয়েন্টিতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল এসিসি। তবে ভারতের মতোই শ্রীলঙ্কাতেও কোভিডের অবস্থা ভাল নয়। শ্রীলঙ্কা দল এই মুহূর্তে বাংলাদেশে থাকলেও আগামী ১০ দিন সব আন্তর্জাতিক উড়ান বন্ধ রেখেছে শ্রীলঙ্কা সরকার। ফলে আগামী জুলাই মাসে ভারতের দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে শ্রীলঙ্কার একদিনের ও টি-টোয়েন্টি সিরিজ ভেস্তে যেতে পারে বলে মনে করছে ক্রিকেট মহল।

এশিয়া কাপ বাতিল হওয়ার বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের মুখ্য সচিব অ্যাশলে ডি সিলভা বলেন, “বিশ্ব জুড়ে কোভিডের অবস্থা ভাল নয়। তাই আগামী জুন মাসে আয়োজিত হতে চলা এশিয়া কাপ বাতিল করে দেওয়া হল।” এরপরেই তিনি যোগ করেছেন, “অবস্থা যা, মনে হচ্ছে ২০২৩ সালের আগে এশিয়া কাপ আয়োজন করা সম্ভব নয়। কারণ আগামী দুই বছর এশিয়ার সব দল একাধিক সিরিজ খেলতে ব্যস্ত থাকবে। আশা করি কয়েক দিনের মধ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফ থেকেও এই বিষিয়ে সরকারী ঘোষণা করা হবে।”

Advertisement

২০১৬ ও ২০১৮ সালে বাংলাদেশকে ফাইনালে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল ভারত। এর মধ্যে শেষ বার রোহিত শর্মার অধিনায়কত্বে এই ট্রফি জিতেছিল ভারত। এশিয়া কাপের ইতিহাসে ১০ বার ফাইনাল খেলে ৭বার জয়ী হয়েছে ভারতীয় দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন