Asian Games 2018

৮০০ মিটারে মনজিতের সোনা, রুপো জিনসনের

এশিয়ান গেমসে আরও এক সোনা পেল ভারত। পুরুষদের ৮০০ মিটার দৌড়ে সোনা জিতলেন মনজিত্ সিং। ওই ইভেন্টেই রুপো পেলেন জিনসন জনসন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৮ ২০:৫৩
Share:

সোনা জেতার পর মনজিত্। ছবি: এএফপি।

এশিয়ান গেমসে পুরুষদের ৮০০ মিটারে সোনা জিতলেন মনজিত্ সিং। ওই ইভেন্টেই রুপো পেলেন ভারতের জিনসন জনসন।

Advertisement

মনজিত্ সময় নিলেন ১:৪৬.১৫ মিনিট। জিনসন সময় নিলেন ১:৪৬.৩৫ মিনিট। কাতারের আবদাল্লা আবুবাকের ব্রোঞ্জ পেলেন ১:৪৬.৩৮ মিনিট সময় নিয়ে। শুরুতে মনজিত্ পিছিয়ে পড়েছিলেন। কিন্তু পরে গতি বাড়ান। এবং দাপটেই জেতেন। জিনসনও আগাগোড়া গতি ধরে রেখেছিলেন।

৪*৪০০ মিটার মিক্সড রিলেতেও এল পদক। মহম্মদ আনাস, এমআর পুভাম্মা, হিমা দাস ও আরোকিয়া রাজীবকে নিয়ে গড়া চার জনের দল পেল রুপো। তাঁরা সময় নিলেন ৩:১৫.৭১। বাহরিন সোনা পেল ৩:১১.৮৯ সময় করে। ব্রোঞ্জ কাজাখস্তানের। তাদের সময় ৩:১৯.৫২। এশিয়ান গেমসে এ বারই প্রথম এই ইভেন্ট হল।

Advertisement

১৯ বছর বয়সি পিংকি বালহারাও পেলেন রুপো। তিনি পদক পেলেন কুরাশা ইভেন্টে।

দেখুন মনজিতের সোনার দৌড়

আরও পড়ুন: সিনিয়র ক্রিকেটারের বুকি যোগ! তদন্তে নামছে বিসিসিআই

আরও পড়ুন: ফাইনালে দ্যুতি, ফলস স্টার্টে বাতিল হিমা

(অলিম্পিক্স, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস হোক কিংবা ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ - বিশ্ব ক্রীড়ার মেগা ইভেন্টের সব খবর আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement