রাজারহাটে হয়তো এটিকে স্টেডিয়াম ও অ্যাকাডেমি

আইএসএল এবং আইপিএল— দেশের ফুটবল ও ক্রিকেটের দু’টো সেরা টুর্নামেন্টেই দল আছে তাদের।কিন্তু শুধু ফ্র্যাঞ্চাইজি দল গড়াই নয়, এ বার ফুটবলার তুলে আনতে পূর্ণাঙ্গ ফুটবল অ্যাকাডেমি গড়তে চলেছে আরপি সঞ্জীব গোয়েন্কা গোষ্ঠী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৬ ০৪:১৭
Share:

আইএসএল এবং আইপিএল— দেশের ফুটবল ও ক্রিকেটের দু’টো সেরা টুর্নামেন্টেই দল আছে তাদের।

Advertisement

কিন্তু শুধু ফ্র্যাঞ্চাইজি দল গড়াই নয়, এ বার ফুটবলার তুলে আনতে পূর্ণাঙ্গ ফুটবল অ্যাকাডেমি গড়তে চলেছে আরপি সঞ্জীব গোয়েন্কা গোষ্ঠী। শুক্রবার এই প্রকল্পের কথা নিজেই জানিয়েছেন গোষ্ঠীর চেয়ারম্যান সঞ্জীব গোয়েন্কা। বলেন, ‘‘আবাসিক ফুটবল অ্যাকাডেমি ছাড়াও স্টেডিয়াম ও তিনতারা হোটেল গড়ে তোলা হবে। ইতিমধ্যেই এই প্রকল্পের প্রস্তাব রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। পুরো প্রকল্প গড়তে খরচ হবে ৫০০ কোটি টাকা।’’

কোথায় এই ক্রীড়া প্রকল্প গড়ে উঠবে তার জমিও ইতিমধ্যে চিহ্নিত হয়ে গিয়েছে। কিন্তু কতটা জমি প্রকল্পের জন্য লাগবে বা কোথায় সেটা নেওয়া হবে সেই সম্পর্কে সঞ্জীববাবু পরিষ্কার করে বলতে চাননি। তবে এ দেশে খেলাধুলোর জন্য এ রকম ‘মডেল’ প্রকল্প কোথাও নেই বলে ওই গোষ্ঠীর দাবি। তিনি এ দিন আরও জানান, রাজ্য সরকারের একটি দফতরের অনুমোদনের অপেক্ষায় তাঁরা রয়েছেন। সেই ছাড়পত্র হাতে এলেই প্রথম ধাপে ফুটবল অ্যাকাডেমির কাজ শুরু করে দেওয়া হবে। নির্মাণ কাজ শুরুর এক বছরের মধ্যেই অ্যাকাডেমি তৈরি হয়ে যাবে বলে তিনি দাবি করেছেন।

Advertisement

ইতিমধ্যেই আইএসএলের নিয়ম মেনে অ্যাকাডেমির জন্য ফুটবলার বাছাই হয়েছে রাজ্য জুড়ে। কোচ হিসেবে জার্মানি থেকে সফল ফুটবল কোচ বঙ্গসন্তান অঞ্জন চৌধুরীকে আনা হচ্ছে বলে খবর। কিন্তু কোথায় হবে এই প্রকল্প? সঞ্জীববাবু না জানালেও জানা গিয়েছে, রাজারহাটে হতে পারে সেটা। প্রথম আইএসএলে এটিকে চ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কার বিতরণ মঞ্চেই সঞ্জীববাবুকে রাজারহাটে স্টেডিয়াম তৈরির জন্য জমি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখানেই এটিকে মালিক সম্মতি জানিয়েছিলেন।

তাঁর গোষ্ঠী-সূত্রে খবর, ৪০-৪৫ একর জমির উপরে এই মডেল প্রকল্পটি গড়ে উঠবে। ১২০টার মতো ঘর থাকবে তিনতারা হোটেলে। প্রকল্পের নকশা এমন ভাবে তৈরি করা হচ্ছে যাতে একছাতার তলায় সব ধরনের পরিষেবা দেওয়া যায়। আর্থিক দিক থেকেও যাতে প্রকল্পটি প্রথম থেকেই স্বনির্ভর হতে পারে সে দিকেও নজর রাখা হচ্ছে। সঞ্জীববাবু জানিয়েছেন, প্রকল্প নির্মাণের জন্য যে টাকা খরচ হবে তার পুরোটাই সঞ্জীব গোয়েন্কা গোষ্ঠী খরচ করবে। কিছু টাকা আসবে গোষ্ঠীর ‘কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি’ বা সামাজিক দায়বদ্ধতাজনিত তহবিল থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন