Antonio López Habas

ড্রয়ে চিন্তিত নন হাবাস, পরের ম্যাচে নেই শঙ্কর

হায়দরাবাদের বিরুদ্ধে মনবীর সিংহ গোল করে এগিয়ে দিয়েছিলেন এটিকে-মোহনবাগানকে। যদিও তাঁর ভুলেই পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান জোয়াও ভিক্টর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ০৬:৩২
Share:

—ফাইল চিত্র।

আইএসএলে এই মরসুমে দুরন্ত ছন্দে থাকে এটিকে-মোহনবাগানের জয়রথ থামিয়ে দিয়েছিল জামশেদপুর এফসি। শুক্রবার হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র করে মাঠ ছেড়েছেন রয় কৃষ্ণেরা।

Advertisement

হায়দরাবাদের বিরুদ্ধে মনবীর সিংহ গোল করে এগিয়ে দিয়েছিলেন এটিকে-মোহনবাগানকে। যদিও তাঁর ভুলেই পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান জোয়াও ভিক্টর। এটিকে-মোহনবাগান কোচ অবশ্য প্রতিশ্রুতিমান ভারতীয় স্ট্রাইকারের পাশেই দাঁড়িয়েছেন। বলেছেন, ‘‘মনবীর দারুণ খেলছে। ওর ভবিষ্যৎ উজ্জ্বল।’’

জয়ের হ্যাটট্রিকের পরে টানা দু’ম্যাচে পয়েন্ট নষ্ট করায় সবুজ-মেরুন সমর্থকেরা হতাশ হলেও কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস খুশি দলের পারফরম্যান্সে। আগামী বুধবার এটিকে-মোহনবাগানের প্রতিপক্ষ এফসি গোয়া। ফুটবলারদের তরতাজা রাখতে দু’দিন বিশ্রাম দিয়েছেন স্পেনীয় কোচ। বলেছেন, ‘‘আমরাই তো ভাল খেলেছি। খেলছিলাম। আমাদের ভুলেই ওরা পেনাল্টি থেকে গোল করে ম্যাচে ফিরে এসেছিল।’’ তবে হাবাস চিন্তিত জাভি হার্নান্দেস ও তিরি-র চোট নিয়ে।

Advertisement

স্বস্তিতে নেই এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার-ও। গোলরক্ষক শঙ্কর রায় জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে ৬১ মিনিটে মাঠ ছাড়েন। আঘাত গুরুতর না হলেও আগামী মঙ্গলবার হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা কার্যত নেই। জানা গিয়েছে, এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে শঙ্করকে। তবে আইএসএলে হারের হ্যাটট্রিকের পরে দশ জনে খেলে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ড্র করায় লাল-হলুদ অন্দরমহলের গুমোট ভাব অনেকটাই কেটে গিয়েছে। ড্যানি ফক্সকে ছাড়াই জামশেদপুরের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছে লাল-হলুদ রক্ষণ। ম্যাচের সেরাও হন ডিফেন্ডার মহম্মদ ইরশাদ। কিন্তু গোল করতে না পারার ব্যর্থতায় রক্তচাপ বাড়ছে ফাওলারের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement