Rohit Sharma

ব্রিসবেন টেস্টে ৫ ক্যাচ, সোলকার, শ্রীকান্ত, দ্রাবিড়ের পাশে রোহিত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে এক ম্যাচে পাঁচটি ক্যাচ ধরার রেকর্ড গড়লেন রোহিত শর্মা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১৬:১৬
Share:

ব্রিসবেন টেস্টে ৫টি ক্যাচ ধরেছেন রোহিত। ছবি টুইটার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে এক ম্যাচে পাঁচটি ক্যাচ ধরার রেকর্ড গড়লেন রোহিত শর্মা। ব্রিসবেন টেস্টে প্রথম ইনিংসে ব্যাটে উল্লেখযোগ্য কিছু করতে না পারলেও স্লিপে দাঁড়িয়ে একের পর এক ক্যাচ নিতে থাকেন। প্রথম ইনিংসে ৩টি ক্যাচ নেন রোহিত। দ্বিতীয় ইনিংসে ২টি ক্যাচ ধরে নজির গড়েন তিনি।

Advertisement


এর আগে একনাথ সোলকার, কৃষ্ণমাচারী শ্রীকান্ত, রাহুল দ্রাবিড়ের মত কিংবদন্তি ক্রিকেটাররা এই নজির গড়েছেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও টিম পেনের ক্যাচ ধরেন তিনি। আর দ্বিতীয় ইনিংসে লাবুশেন ও ক্যামেরন গ্রিনের ক্যাচ ধরেন ভারতের সহ অধিনায়ক।


প্রথম ইনিংসে ৪৪ রান করে আউট হন রোহিত। দ্বিতীয় ইনিংসে ৪ রানে ব্যাট করছেন তিনি। চতুর্থ দিনের খেলা বৃষ্টিতে বিঘ্নিত হয়। পঞ্চম দিনেও বৃষ্টির সম্ভাবনা আছে। সেক্ষেত্রে তৃতীয় টেস্টের মত চতুর্থ টেস্টও ড্র হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisement

আরও পড়ুন: সন্তান-প্রেম! ক্রিকেটার, ক্যাপ্টেন নন, কোহালি শুধুই ‘গর্বিত’ বাবা

জমে গেল ব্রিসবেন টেস্ট, শেষদিন প্রথম ঘণ্টায় বোঝা যাবে ম্যাচের ভবিষ্যৎ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement