বিস্ময় রান আউটে হারের দিকে অস্ট্রেলিয়া

টেম্বা বাভুমার একটা অপার্থিব ফিল্ডিং আর পেসার কাগিসো রাবাদার তিন উইকেটে ওয়াকা টেস্টের চতুর্থ দিন পুরোপুরি কোণঠাসা অস্ট্রেলিয়া। চতুর্থ ইনিংসে ৫৩৯ তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া দিনের শেষে ১৬৯-৪। লাঞ্চের পর ৫৪০-৮ এ ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

Advertisement
পারথ শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৬ ০৩:২৮
Share:

বাভুমার অবিশ্বাস্য থ্রোয়ে আউট ওয়ার্নার। ছবি: এএফপি

টেম্বা বাভুমার একটা অপার্থিব ফিল্ডিং আর পেসার কাগিসো রাবাদার তিন উইকেটে ওয়াকা টেস্টের চতুর্থ দিন পুরোপুরি কোণঠাসা অস্ট্রেলিয়া।

Advertisement

চতুর্থ ইনিংসে ৫৩৯ তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া দিনের শেষে ১৬৯-৪। লাঞ্চের পর ৫৪০-৮ এ ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। যার পর অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে ফেরত পাঠিয়ে প্রথম টেস্টের এক দিন বাকি থাকতেই জয় দেখছে তারা।

টেস্ট ক্রিকেটের ১৩৯ বছরের ইতিহাসে অস্ট্রেলিয়ায় চতুর্থ ইনিংসে ৫০০ করতে পারেনি কোনও টিম। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানটা ভারতের, ১৯৭৮ সিরিজে ববি সিম্পসনের টিমের বিরুদ্ধে অ্যাডিলেডে ৪৪৫। শুধু অস্ট্রেলিয়া নয়, বিশ্বের কোনও প্রান্তেই শেষ ইনিংসে ৫০০ তাড়া করে জেতার নজির নেই। সর্বোচ্চ রান তাড়া করে জেতার বিশ্বরেকর্ড যাদের, সেই ওয়েস্ট ইন্ডিজও ২০০৩ অ্যান্টিগা টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪১৮-৭ তুলেছিল। তবু কঠিন কাজ করে দেখানোর প্রতিজ্ঞা নিয়ে এ দিন নেমেছিল স্মিথ বাহিনী। ৫২ রানের পার্টনারশিপে শুরুটাও জমাট করেছিলেন ডেভিড ওয়ার্নার ও শন মার্শ। কিন্তু বাভুমার একটা অবিশ্বাস্য থ্রো সব তছনছ করে দিল।

Advertisement

জন্টি রোডসের দেশের ছেলে এ দিন ফিল্ডিং কিংবদন্তিকেও যেন ছাপিয়ে গেলেন। হাফ ডজন বাউন্ডারি মেরে ৩৩ বলে ৩৫ করে ফেলা ওয়ার্নার ক্রমশ যখন বিপজ্জনক হয়ে উঠছেন, তখনই আসে বাভুমার বিস্ময়-থ্রো। শর্ট পিচড বলটা বুকের উচ্চতা থেকে নামিয়ে সামনের দিকে ঠেলে একটা সিঙ্গলসের জন্য দৌড়েছিলেন ওয়ার্নার। কভার থেকে ক্ষিপ্র গতিতে ছুটে আসেন বেঁটেখাটো বাভুমা। ডান দিকে ডাইভ মেরে বল তুলে নেওয়ার সময়ই তাঁর শরীর মাটির সমান্তরালে হাওয়ায় ভাসমান ছিল। সেই অবস্থাতেই থ্রোটা করে ছিটকে দেন নন স্ট্রাইকারের মিডল স্টাম্প। গোটা ঘটনা ০.২৬৪ সেকেন্ডের। ক্রিকেট বিশ্বে যা নিয়ে এখনও ঘোর। মাইকেল ভনের মতো প্রাক্তন তো এমনও বলছেন, এটাই সর্বকালের সেরা রান আউট।

সবর্কালের সেরা কি না, তা নিয়ে বিতর্ক থাকলেও রান আউটটাই যে টেস্টের মোড় দক্ষিণ আফ্রিকার দিকে ঘুরিয়ে দেয়, তা নিয়ে দ্বিমত নেই। তেরো ওভারের দ্বিতীয় বলে ওয়ার্নার ফেরার পর শেষ বলে দু’প্লেসির হাতে ক্যাচ দিয়ে ফেরেন শন মার্শ (১৫)। স্মিথ (৩৪) এবং ভোজেসকেও (১) আউট করে টিমকে ডেল স্টেইনের অভাব টের পেতে দেননি রাবাদা (৩-৪৯)। অস্ট্রেলিয়ার হয়ে ক্রিজে আছেন উসমান খোয়াজা (৫৮) আর মিচেল মার্শ (১৫)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন