Ball-Tampering Scandal

স্মিথদের নিয়ে মজা শুরু খোদ অস্ট্রেলিয়াতেই, দেখুন ভিডিও

একটি ভুল, আর বাকিটা ইতিহাস! হয়তো এটাই স্টিভ স্মিথ এবং গোটা অস্ট্রেলিয়া টিমের বর্তমান ক্যাচ লাইন। অজি অধিনায়ক বল বিকৃতির কথা স্বীকার করে নেওয়ার পর গোটা বিশ্বজুড়ে তুলোধনা করা হচ্ছে টিম অস্ট্রেলিয়ার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৮ ২০:৪৩
Share:

নিজেদের দেশেই চরম কোণঠাসা স্মিথরা। ছবি: টুইটার।

একটি ভুল, আর বাকিটা ইতিহাস! হয়তো এটাই স্টিভ স্মিথ এবং গোটা অস্ট্রেলিয়া টিমের বর্তমান ক্যাচ লাইন। অজি অধিনায়ক বল বিকৃতির কথা স্বীকার করে নেওয়ার পর গোটা বিশ্বজুড়ে তুলোধনা করা হচ্ছে টিম অস্ট্রেলিয়ার। দেশের মাটিতেও রেহাই পাননি স্মিথরা। অজি ক্রিকেটকে কলঙ্কিত করার দায়ে বিভিন্ন অস্ট্রেলীয় গণমাধ্যমে সমালোচিত হয়েছে স্মিথ অ্যান্ড কোং।

Advertisement

এ বার অন্য ভাবে গোটা অস্ট্রেলিয়া টিমকে ব্যাঙ্গ করে একটি ভিডিও তৈরি করল অস্ট্রেলীয় রেডিও স্টেশন ট্রিপিল জে।

শুধু বল বিকৃতিই নয়, ১৯৮১ সালে বিতর্কিত আন্ডারআর্ম বোলিং অ্যাকশানকে নিয়েও মজা করা হয় ওই ভিডিওটিতে।

Advertisement

পড়ুন: অজি টিমের কোচের পদ থেকে ইস্তফা দিচ্ছেন লেমন!

১৯৮১ সালে তৎকালীন অজি অধিনায়ক গ্রেগ চ্যাপেল তাঁর ভাই ট্রেভরকে বলেন আন্ডারআর্ম বল করতে। এখনও এই আন্ডারআর্ম বলের ঘটনা ক্রিকেটপ্রেমীদের মন থেকে মুছে যায়নি।

ট্রিপিল জে-এর পক্ষ থেকে প্রকাশ করা ভিডিওটিতে দেখা যাচ্ছে গানের তালে নিজেদের দেশের ক্রিকেটারদের কদর্যরূপ হাসতে হাসতে ফুটিয়ে তুলেছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন