Australian Open

অস্ট্রেলিয়ান ওপেনে আবার অঘটন! গত দু’বারের ফাইনালিস্টের তৃতীয় রাউন্ডেই বিদায়

গত দু’বারের ফাইনালিস্ট ড্যানিল মেদভেদেভ হেরে গেলেন। আমেরিকার তরুণ খেলোয়াড় সেবাস্তিয়ান কোরদা তাঁকে হারালেন ৭-৬, ৬-৩, ৭-৬ গেমে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ ২২:১৭
Share:

তৃতীয় রাউন্ডেই বিদায় নিলেন সপ্তম বাছাই মেদভেদেভ। ছবি: টুইটার

শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনে আবার অঘটন। গত দু’বারের ফাইনালিস্ট ড্যানিল মেদভেদেভ হেরে গেলেন। আমেরিকার তরুণ খেলোয়াড় সেবাস্তিয়ান কোরদা তাঁকে হারালেন ৭-৬, ৬-৩, ৭-৬ গেমে। তৃতীয় রাউন্ডেই বিদায় নিলেন সপ্তম বাছাই মেদভেদেভ। তবে বাকি নামী খেলোয়াড়রা সহজেই পরের রাউন্ডে গিয়েছেন।

Advertisement

এ দিনের ম্যাচে প্রথম থেকেই মেদভেদেভের উপরে দাপট দেখাতে থাকেন কোরদা। দুই প্রান্ত থেকে একের পর এক উইনার, দুরন্ত সার্ভ ভলি এবং ড্রপ শটের মাধ্যমে বিপদে ফেলে দেন রাশিয়ার খেলোয়াড়কে। প্রথম গেমে ৪-১ এগিয়ে যান। তবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফিরে আসেন মেদভেদেভ। প্রাক্তন টেনিস খেলোয়াড় পিটার কোরদার ছেলে সেবাস্তিয়ান অবশ্য নার্ভ ধরে রেখে ৮৫ মিনিটে প্রথম গেম বের করে নেন।

দ্বিতীয় সেটেও তাঁর আগ্রাসন বজায় থাকে। মেদভেদেভকে এক বার ব্রেক করেই সেট পকেটে পুরে নেন। তৃতীয় সেটে মেদভেদেভের পুরনো খেলা দেখা যায়। কেন তিনি ক্রমতালিকার উপর দিকে তা এক-একটি শটেই বুঝিয়ে দিচ্ছিলেন। কোরদাও হাল ছাড়ার পাত্র নন। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ মেশ জয় হয় কোরদারই। পরের রাউন্ডে দশম বাছাই হুবার্ট হুরকাজের বিরুদ্ধে খেলবেন কোরদা।

Advertisement

ম্যাচের পর তিনি বলেছেন, “আমি নিজের খেলা খেলতে চেয়েছিলাম। অবিশ্বাস্য একটা ম্যাচ হল। জানতাম ওর বিরুদ্ধে খেলতে গেলে কী করতে হবে। আবেগ নিয়ন্ত্রণে রেখেছিলাম ম্যাচের সময়। তবে এখন খুব উত্তেজনা হচ্ছে।”

সহজেই চতুর্থ রাউন্ডে উঠেছেন স্টেফানোস চিচিপাস এবং মেয়েদের শীর্ষ বাছাই ইগা শিয়নটেক। নেদারল্যান্ডসের টালন গ্রিকস্পুরকে ৬-২, ৭-৬, ৬-৩ গেমে হারান চিচিপাস। এখনও পর্যন্ত একটাও সেট হারাননি তিনি। পুরুষ বিভাগে তৃতীয় বাছাই এই খেলোয়াড় এখনও টিকে রয়েছেন। শীর্ষ বাছাই রাফায়েল নাদাল এবং দ্বিতীয় বাছাই ক্যাসপার রুড আগেই বিদায় নিয়েছেন। পরের রাউন্ডে চিচিপাস খেলবেন ইটালির ইয়ানিক সিনারের বিরুদ্ধে।

শিয়নটেককে জিততে খুব বেশি ঘাম ঝরাতে হয়নি। ৬-০, ৬-১ গেমে হারাল ক্রিস্টিনা বুকসাকে। তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জেতার লক্ষ্যে আরও এক ধাপ এগোলেন তিনি। ম্যাচের পর বলেছেন, “আগের চতুর্থ রাউন্ডে উঠতে গিয়েই বিধ্বস্ত হয়ে পড়তাম। এখন সেটা হয় না। মনে হয়, কতটা তরতাজা। আশা করি এই ছন্দ বজায় রাখতে পারব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন