কোহালির জায়গায় পৌঁছতে চান বাবর

বাবর বলেছেন, ‘‘কোহালি ইতিমধ্যেই প্রচুর কৃতিত্বের অধিকারী। ভারতে কোহালি কিংবদন্তি। আমার সঙ্গে এই মুহূর্তে কোহালির তুলনা করার কোনও জায়গাই নেই। তবে এক  দিন আমি ওই জায়গায় পৌঁছতে চাই, যেখানে এখন কোহালি রয়েছে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ০৪:১৬
Share:

প্রত্যয়ী: নিজেকে প্রমাণ করতে টেস্টই নজর বাবরের। ফাইল চিত্র

বিরাট কোহালি যে তাঁর আদর্শ সেটা আগেও বহুবার বলেছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজম। ভারতীয় অধিনায়কের ভক্ত এ বার বললেন, তিনি কোহালির জায়গায় পৌঁছতে চান।

Advertisement

এক সাক্ষাৎকারে ২৪ বছর বয়সি বাবর বলেছেন, ‘‘কোহালি ইতিমধ্যেই প্রচুর কৃতিত্বের অধিকারী। ভারতে কোহালি কিংবদন্তি। আমার সঙ্গে এই মুহূর্তে কোহালির তুলনা করার কোনও জায়গাই নেই। তবে এক দিন আমি ওই জায়গায় পৌঁছতে চাই, যেখানে এখন কোহালি রয়েছে।’’ তিনি আরও বলেছেন, ‘‘সংবাদমাধ্যম এবং অনেকে আমার সঙ্গে কোহালির তুলনা করেন। তবে আমার মনে হয়, লাল বলের ক্রিকেটে বিশ্বের সেরাদের মধ্যে আসতে গেলে আমায় এখনও অনেক রান করতে হবে। এই কারণেই গত কয়েক মাসে আমি টেস্টে রান করার উপরে বেশি জোর দিয়েছি।’’

পাকিস্তানের স্পিনার ইয়াসির শা আবার বলেছেন, টেস্ট অভিষেকের পরে ভারতের বিরুদ্ধে খেলার সুযোগ না পাওয়াটা দুর্ভাগ্যের। ‘‘ভারতের বিরুদ্ধে খেলতে চাই। শক্তিশালী ব্যাটসম্যানদের উইকেট নেওয়াটাই লক্ষ্য আমার,’’ বলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement