Lakshya Sen

অলিম্পিক্সে হারের পর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন, এ বার লক্ষ্য মুখ খুললেন পাড়ুকোনের মন্তব্য নিয়ে

প্যারিসে পুরুষদের ব্যাডমিন্টনে সিঙ্গলসের সেমিফাইনালে উঠে নজির গড়েছিলেন লক্ষ্য। তবে সেমিফাইনালের পর ব্রোঞ্জ পদকের ম্যাচও হারায় তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাড়ুকোন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৪ ১৬:০৪
Share:

(বাঁদিকে) লক্ষ্য সেন এবং প্রকাশ পাড়ুকোন। —ফাইল চিত্র।

প্যারিস অলিম্পিক্সে লক্ষ্য সেন ব্রোঞ্জ পদক ম্যাচ হেরে যাওয়ার পর হতাশা গোপন করতে পারেননি ভারতীয় ব্যাডমিন্টন দলের মেন্টর প্রকাশ পাড়ুকোন। ক্ষোভের সুরে প্রশ্ন তুলেছিলেন খেলোয়াড়দের দায়বদ্ধতা নিয়ে। সেই ঘটনা নিয়ে মুখ খুললেন লক্ষ্য। পাড়ুকোনের সেই মন্তব্য শুনে কেমন অনুভূতি হয়েছিল, তা জানিয়েছেন দেশের অন্যতম সেরা ব্যাডমিন্টন খেলোয়াড়।

Advertisement

দেশের প্রথম পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে অলিম্পিক্সের সিঙ্গলস সেমিফাইনালে উঠে নজির গড়েছেন লক্ষ্য। তাও ব্রোঞ্জ পদকের ম্যাচ হারায় প্রশ্ন উঠেছিল তাঁর দায়বদ্ধতা নিয়ে। সেই প্রসঙ্গে লক্ষ্য বলেছেন, ‘‘উনি আমার সবটা জানেন। সকলেই হতাশ হয়েছিলেন সেই ম্যাচের পর। জানি প্রকাশ স্যরের দায়বদ্ধতা কতটা। লক্ষ্য পূরণ করতে আমাদের মতো উনিও প্রচুর পরিশ্রম করেছিলেন। প্রকাশ স্যরের পরামর্শ আমাকে সব সময় সাহায্য করেছে। তাঁর প্রতি আমি শ্রদ্ধাশীল। তাঁর বক্তব্যকেও শ্রদ্ধা করি। ম্যাচের পর প্রকাশ স্যর এবং বিমল স্যর (লক্ষ্যের কোচ বিমল কুমার) আমার সঙ্গে কথা বলেছিলেন। কোন কোন জায়গায় আরও উন্নতি প্রয়োজন বুঝিয়েছিলেন। দুর্বলতাগুলো চিহ্নিত করে পরিশ্রম করতে হবে। প্রকাশ স্যরের ওই কথাটা আমারও একটু খারাপ লেগেছিল। কিন্তু এটাও ঠিক, আমি জিততে পারিনি।’’

লক্ষ্য আরও বলেছেন, ‘‘সব মিলিয়ে আমার পারফরম্যান্স খারাপ হয়নি বলে দু’জনেই বলেছিলেন। ভবিষ্যতের জন্য আমার কী কী করা দরকার বুঝিয়েছিলেন। আমাকে তাঁরা বলেছিলেন, ‘তুমি অনেক কিছুই ঠিক করেছ। আবার বেশ কিছু জিনিস অন্য ভাবেও করতে পারতে।’ আসলে পদকের কাছাকাছি গিয়েও জিততে না পারায় সবাই খুব হতাশ ছিলাম ওই সময়।’’

Advertisement

পাড়ুকোনের উপর কোনও ক্ষোভ বা অভিমান নেই লক্ষ্যের। বরং নিজের ব্যর্থতা মেনে নিচ্ছেন। প্যারিস থেকে খালি হাতে ফিরে উপলব্ধি করেছেন, আরও উন্নতি দরকার বড় প্রতিযোগিতায় সফল হওয়ার জন্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement