ক্লাবের আর্থিক সমস্যায় ডুডু ওমাগবেমিকে না পেলে চেনা কোনও বিদেশি স্ট্রাইকারকে কলকাতা লিগে দলে চান সঞ্জয় সেন। শুক্রবার বাইপাসের ধারে এক নামী হাসপাতালের নতুন চিকিৎসা পদ্ধতির প্রয়োগ অনুষ্ঠানে এসে সবুজ-মেরুন কোচ বললেন, ‘‘ডুডু গোলটা চেনে। কিন্তু ও যা টাকা চাইছে সেটা অস্বাভাবিক। ওকে সই করানো না গেলে কোনও চেনা বিদেশিকে দলে নেব। কলকাতা লিগে অচেনা কোনও বিদেশি এনে পরীক্ষানিরীক্ষা করার আর সময় নেই।’’ শনিবার বারাসতে মোহনবাগান প্রস্তুতি ম্যাচ খেলবে প্রিমিয়ার লিগের দল ভবানীপুরের বিরুদ্ধে।
স্পেনে পিকে-ইনিয়েস্তারা চোট পেলে যে প্রযুক্তির সাহায্যে তাঁদের সুস্থ করে তোলা হয়, এ বার ভারতীয় ক্রীড়াবিদদের জন্য তা হাজির। সেই পিআরপি (প্লেটলেট রিচ প্লাজমা) চিকিত্সা এ বার মেহতাব, শিল্টন পালরাও পাবেন। কনুই, হাঁটু, গোড়ালি, লিগামেন্টের চোট দ্রুত সেরে ওঠার সুযোগ করে দেবে এই পদ্ধতি। যে প্রসঙ্গে বাগান কোচ বললেন, ‘‘কোনও প্লেয়ারের চোট তাড়াতাড়ি সেরে গেলে তার চেয়ে ভাল কিছু কোচের কাছে হবে না।’’ অনুষ্ঠানে উপস্থিত ইস্টবেঙ্গল মিডিও মেহতাবও বললেন, ‘‘গুরবিন্দর আর ডিকার চোট আমাদের টিমকে দুর্বল করেছে। তবে টানা ছ’বার কলকাতা লিগ জিততে আমরা তৈরি। গত বার মোহনবাগান আই লিগ জেতায় আমাদের উপর চাপ এ বার বেশি।’’