Bajrang Punia

Bajrang Punia: লিগামেন্ট ছিঁড়েছে বজরংয়ের, এ মরসুমে নামতে পারবেন না অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী কুস্তিগির

অলিম্পিক্সের আগেই চোট লেগেছিল বজরংয়ের। টোকিয়ো থেকে ফেরার পরই তাঁর চোটের জায়গা এমআরআই করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

কলকাতা শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২১ ১১:৫২
Share:

বজরং পুনিয়া ফাইল চিত্র

চোটের জন্য টোকিয়ো অলিম্পিক্সে ভুগতে হয়েছিল বজরং পুনিয়াকে। তার পরেও ভারতকে ব্রোঞ্জ পদক এনে দেন এই কুস্তিগির। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় এই মরসুমে খেলতে পারবেন না আর বজরং। ২থেকে ১০ অক্টোবর পর্যন্ত নরওয়ের ওসলোতে অনুষ্ঠিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে না তিনি।

Advertisement

তবে এ বার আর কোনও র‍্যাঙ্কিং প্রতিযোগিতা না থাকায় খুব বেশি সমস্যায় পড়তে হবে না তাঁকে।

অলিম্পিক্সের আগেই চোট পেয়েছিলেন বজরং। টোকিয়ো থেকে ফেরার পরই তাঁর চোটের জায়গায় এমআরআই করা হয়। আপাতত ছয় সপ্তাহ ম্যাটের বাইরে থাকতে হবে তাঁকে। চিকিৎসক দিনশ পারডিওয়ালার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর। বজরং বলেন, ‘‘লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় রিহ্যাব করতে হবে। ছয় সপ্তাহ বাইরে থাকতে হবে। সেই কারণে কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে পারছি না।’’

Advertisement

অলিম্পিক্সে পদক জেতার স্বপ্ন সফল হয়েছে বজরংয়ের। ব্যথা সহ্য করেও ব্রোঞ্জ জিতে তৃপ্ত তিনি। বজরং বলেন, ‘‘এটা আমার প্রথম অলিম্পিক্স ছিল। ব্যথা থাকলেও টোকিয়ো থেকে পদক আনতে পেরেছি।’’

চোট সারাতে এখনই ফিজিয়োর পরামর্শ নিচ্ছেন না বজরং। দিনশের দেখানো কিছু ব্যায়াম করে চোট সারিয়ে তোলার চেষ্টা করছেন ভারতের কুস্তিগির। তিনি বলেন, ‘‘দিনশের পরামর্শ মেনে জিমে রোজ কিছু ব্যায়াম করছি। তবে ম্যাটে অনুশীলনে নামতে কিছুটা সময় লাগবে।’’

আরও পড়ুন:
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন