Bangladesh vs Afghanistan

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ান ডে সিরিজ সেপ্টেম্বরে

এই প্রথম হতে চলেছে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে সিরিজ। রবিবারই দুই দেশের ক্রিকেট সংস্থা এই সিদ্ধান্তে শীলমোহর দিয়েছে। আগামী সেপ্টেম্বরে ঢাকার মাটিতে একদিনের সিরিজ খেলবে দুই দেশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৬ ২২:৩৭
Share:

এই প্রথম হতে চলেছে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে সিরিজ। রবিবারই দুই দেশের ক্রিকেট সংস্থা এই সিদ্ধান্তে শীলমোহর দিয়েছে। আগামী সেপ্টেম্বরে ঢাকার মাটিতে একদিনের সিরিজ খেলবে দুই দেশ। তিন ম্যাচের এই সিরিজ মীরপুরের শের-এ-বাংলা স্টেডিয়ামে খেলা হবে ২৫, ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর। এর আগে একমাত্র জিম্বাবোয়ের বিরুদ্ধেই একদিনের সিরিজ খেলার অভিজ্ঞতা রয়েছে আফগানিস্তানের।

Advertisement

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে শেষ দুটো একদিনের ম্যাচের ফল সমান সমান। ২০১৪ এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল আফগানিস্তান। ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানকে হারিয়ে তার বদলা নিয়েছিল বাংলাদেশ। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাসিমুল্লাহ দানিশ বলেন, ‘‘আমরা আইসিসি-র সম্পূর্ণ সদস্য দলের সঙ্গে আরও বেশি বেশি করে খেলতে চাই। বাংলাদেশ দিয়ে সেটা শুরু হচ্ছে। দেশের ক্রিকেটের উন্নতিতে আমরা অন্যান্য দেশের সঙ্গেও কথা বলছি। নানা রকম পরিবেশে দলকে খেলিয়ে অভিজ্ঞ করে তুলতে চাইছি। সেদিক থেকে বাংলাদেশে খেলাটা আমাদের জন্য অনেক বড় সুযোগ।’’

আরও খবর

Advertisement

বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement