ওমানকে উড়িয়ে বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

শেষ ম্যাচ জিতেই মূল পর্বে পৌঁছে গেল বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওমানকে হারিয়ে দিল সহজেই। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ওমান। প্রথমে ব্যাট করে তামিম ইকবালের ব্যাট থেকে আসে শত রান।

Advertisement
শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৬ ১৯:৩৬
Share:

শেষ ম্যাচ জিতেই মূল পর্বে পৌঁছে গেল বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওমানকে হারিয়ে দিল সহজেই। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ওমান। প্রথমে ব্যাট করে তামিম ইকবালের ব্যাট থেকে আসে শত রান। সেই শতরানের সুবাদেই বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৮০। যদিও বৃষ্টির জন্য বার বার ম্যাচ বন্ধ হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত ওমানের সামনে টার্গে্ট দাঁড়ায় ১২ ওভারে ১২০ রান। সেই লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ ওমান। ব্যাট হাতে যতটা ভরসা দিয়েছেন তামিম ঠিক তেমনই বল হাতে বাজিমাত সাকিব আল হাসানের। তিনি নিলেন ৪ উইকেট। মূল পর্বে বাংলাদে্শের প্রথম ম্যাচ ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে।

Advertisement

• ১২ ওভারে ওমান ৬৫/৯।

• ৬ বলে ওমানকে করতে হবে ৬০ রান। যেটা সম্ভব নয়।

Advertisement

• ১১ ওভারে ওমান ৬০/৮।

• ১০ ওভারে ওমান ৫৯/৬।

• ১২ ওভারে ওমানকে করতে হবে ১২০ রান।

• খেলা শুরু।

• ১১ টা, আবার বৃষ্টি শুরু। ঢেকে ফেলা হয়েছে পিচ।

• ৮.২ ওভারে ওমান ৪৫/৪।

• সাকিবের বলে আউট আমির কালিম।

• ৮ ওভারে ওমান ৪৪/৩।

• শুরুতেই আউট আদনান ইলিয়াস।

• খেলা হবে ১৬ ওভারের। ১৮ ওভারে ওমানে সামনে টার্গেট ১৫২ রান।

বৃষ্টি থেমে গিয়েছে। খেলা শুরু।

• ১০.৪৭ মিনিট, আবার পিচ কভার সরানোর প্রস্তুতি চলছে।

• ১০.৪০ মিনিট, আবার বৃষ্টি শুরু। এবার ওভার কমতে শুরু করবে।

• ১০.৩৫ মিনিট, বৃষ্টি থেমেছে। পিচ কভারও সরিয়ে নেওয়া হয়েছে।

• ১০.৩২ মিনিট, বৃষ্টির সঙ্গে চলছে বজ্রপাত।

• ১০.২০ মিনিট, বৃষ্টির তেজ ক্রমশ বাড়ছে। রাত ১১.২০ পর্যন্ত ম্যাচ শুরু করার সময় রয়েছে।

• ১০.০৫ মিনিট, আপাতত পিচ ঢেকে ফেলা হয়েছে।

• বৃষ্টিতে আপাতত বন্ধ খেলা।

• ৭ ওভারে ওমান ৪১/২।

• ৫ ওভারে ওমান ২৮/২।

• ৪ ওভারে ওমান ১৯/২।

• খাওয়ার আলি আউট। আল আমিনের বলে মাশরাফিকে ক্যাচ দিয়ে আউট হলে খাওয়ার।

• ৩ ওভারে ওমান ১৪/১।

• তৃতীয় ওভারে তাসকিনের প্রথম বলেই ওভার বাউন্ডারি খাওয়ার আলির।

• ২ ওভারে ওমান ৭/১। আল আমি হোসেনের শেষ বলে বাউন্ডারি যতীন্দ্রর।

• ১ ওভারে ওমান ২/১।

• ব্যাট করছেন খাওয়ার আলি ও যতীন্দ্র সিংহ।

• ৩ বলে ওমান ১/১।

• তাসকিনের বলে মাহমুদুল্লাহকে ক্যাচ দিয়ে কোনও রান না করেই ফিরলেন ওমানের জিশান মকসুদ।

• শুরুতেই ওমানের উইকেট তুলে নিলেন তাসকিন আহমেদ।

• ব্যাটিং শুরু ওমানের।

তামিমের ব্যাট থেকে এল স্বপ্নের শতরান। শুরু থেকে শেষ পর্যন্ত যে ভাবে ব্যাট করে গেলেন তিনি তাতে মনে হচ্ছিল উল্টোদিকে যেই বল করুক না কেন এভাবেই বাংলাদেশের ইনিংস টেনে নিয়ে যাবেন তিনি। হলও তাই। সৌম্য সরকারের সঙ্গে্ ওপেন করতে নেমেছিলেন। শেষ করলেন অপরাজিত ভাবেই। তাঁর ব্যাট থেকে এল ১০৩ রান। উল্টো দিকে কখনও সৌম্য, কখনও সাব্বির তো কখনও সাকিব। তাঁর ব্যাটেই ওমানের সামনে ১৮১ রানের লক্ষ্যমাত্রা রাখল বাংলাদেশ।

• ৬৩ বলে ১০৩ রান করে অপরাজিত থাকলেন তামিম ইকবাল। সাকিব অপরাজিত ১৭।

২০ ওভারে বাংলাদেশ ১৮০/২।

• ১৯ ওভারে বাংলাদেশ ১৬৫/২।

• ১৮ ওভারে বাংলাদেশ ১৫৯/২।

• তামিমের সেঞ্চুরি।

• তামিমের সঙ্গে ব্যাট করতে এলেন সাকিব।

• ১৬ ওভারে বাংলাদেশ ১৩৯/২।

• সাব্বির রহমান আউট। খাওয়ার আলির বলে বোল্ড হলেন ৪৪ রান করে সাব্বির।

• ৮১ রানে ব্যাট করছেন তামিম ইকবাল।

• ১৫ ওভারে বাংলাদেশ ১২৯/১।

• ৭২ রানে ব্যাট করছেন তামিম ইকবাল। সঙ্গে সাব্বির রহমান ব্যাট করছেন ৩৭ রানে।

• লালচেতাকে পর পর বাউন্ডারি ও ছক্কা তামিমের।

• ১৩ ওভারে বাংলাদেশ ১০২/১।

• তার পরই আবার ছক্কা তামিমের ব্যাটে।

• তামিমের হাফ সেঞ্চুরি। বাউন্ডারি হাঁকিয়ে ৫০ রান করলেন তামিম।

• ১১ ওভারে বাংলাদেশ ৮৪/১।

• তামিমের আবার বাউন্ডারি।

• ৪৫ রানে ব্যাট করছেন তামিম। ২৪ রানে ব্যাট করছেন ২৪।

• আনসারির বলে পর পর বাউন্ডারি হাঁকালেন সাব্বির ও তামিম।

• ১০ ওভারে বাংলাদেশ ৭০/১।

• ৯ ওভারে বাংলাদেশ ৫৯/১।

• ৩২ রানে ব্যাট করছেন তামিম।

• ৮ ওভারে বাংলাদেশ ৫২/১।

• তামিমের সঙ্গে ব্যাট করতে এলেন সাব্বির রহমান।

• ৭ ওভারে বাংলাদেশ ৪৩/১।

• লালচেতার বলে পর পর বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকালেন তামিম। কিন্তু তার পরই সৌম্যর উইকেট তুলে নিলেন তিনি।

• সৌম্য সরকার আউট।

• তামিম ১৬ ও সৌম্য ১২ রানে ব্যাট করছে।

• ৬ ওভারে বাংলাদেশ ২৯/০।

• আমির আলিকে বাউন্ডারি হাঁকালেন সৌম্য।

৫ ওভারে বাংলাদেশ ২৪/০।

• চতুর্থ ওভারে তিন রানই নিতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

• ৪ ওভারে বাংলাদেশ ১৯/০।

• ৩ ওভারে বাংলাদেশ ১৬/০।

• ১০ রানে ব্যাট করছেন তামিম ইকবাল ও ৬ রানে সৌম্য সরকার।

• আমির আলির ওভারে ১১ রান নিল বাংলাদেশ।

• ২ ওভারে বাংলাদেশ ১২/০।

• আমির আলিকে বাউন্ডারি তামিমের।

• ১ ওভারে বাংলাদেশ ১/০।

• বাংলাদেশের হয়ে ব্যাট করছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

• বাংলাদেশের ব্যাটিং শুরু।

• মাঠে এসে গিয়েছে দু’দলই।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ওমানের। টস জিতে প্বিরথমশ্বকাপের শেষ যোগ্যতা নির্ণায়ক ম্যাচ জিতেই মূল পর্বে যেতে চায় বাংলাদেশ। বৃষ্টির জেড়ে দিনের প্রথম ম্যাচ হয়েছে ৬ ওভারের। বাংলাদেশ০ওমান ম্যাচ সঠিক সময়েই শুরু হবে বলে মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন