১৬ বছর পর জয় বাংলাদেশের

শেষ বার জয় এসেছিল ১৯৯৯ বিশ্বকাপে। তার পর এল শুক্রবার। বাংলাদেশ হারাল পাকিস্তানকে। ওয়ান ডে-তে এই নিয়ে দ্বিতীয়বার। শুধু হারানোই নয়, মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এ দিন ওয়ান ডে তে বাংলাদেশের সর্বোচ্চ রান ৩২৯-৬ তুলে জিতলেন সাকিব আল হাসানরা। ৭৯ রানে দুরমুশ করলেন আজহার আলিদের। যার নেপথ্যে তামিম ইকবাল (১৩২) আর মুশফিকুর রহিমের (১০৬) সেঞ্চুরি।

Advertisement

সংবাদ সংস্থা

মিরপুর শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৫ ০৩:২০
Share:

আজমলের নতুন অ্যাকশন। ছবি: এএফপি।

শেষ বার জয় এসেছিল ১৯৯৯ বিশ্বকাপে। তার পর এল শুক্রবার। বাংলাদেশ হারাল পাকিস্তানকে। ওয়ান ডে-তে এই নিয়ে দ্বিতীয়বার।

Advertisement

শুধু হারানোই নয়, মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এ দিন ওয়ান ডে তে বাংলাদেশের সর্বোচ্চ রান ৩২৯-৬ তুলে জিতলেন সাকিব আল হাসানরা। ৭৯ রানে দুরমুশ করলেন আজহার আলিদের। যার নেপথ্যে তামিম ইকবাল (১৩২) আর মুশফিকুর রহিমের (১০৬) সেঞ্চুরি।

তামিম ও মুশফিকুর জোড়া সেঞ্চুরির পার্টনারশিপে ১৭৮ রান যোগ করেন তৃতীয় উইকেটে।

Advertisement

এ দিকে, বোলিং অ্যাকশন পাল্টে নির্বাসন-মুক্ত হয়ে ফিরে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে নেমে ব্যর্থ পাক অফস্পিনার সইদ আজমল। এ দিন তিনি ১০ ওভারে ৭৪ রান দিলেন। তবে কোনও উইকেট পাননি। পাকিস্তানের দু’জন প্লেয়ারের ওয়ান ডে অভিষেক হল এই ম্যাচেই। ক্যাপ্টেন এবং ওপেনার আজহার আলিও দু’বছর পর প্রথম ওয়ান ডে-তে নামলেন এ দিন। তার পরও পাকিস্তান পৌঁছে গিয়েছিল ২৫০-এ।

এই জয়ে বাংলাদেশ তিন ম্যাচের এক দিনের সিরিজে ১-০ এগিয়ে রইল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন